For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটে লড়বেন কানহাইয়া - আসন ঠিক করে দিলেন লালু

জেএনইউর ছাত্র নেতা কানাইয় কুমার বিহারের বেগুসরাই আসন থেকে লোকসভা নির্বাচনে জিতলেন। মহাগোটবন্ধন-এর সব দলই তাকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটে লড়বেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার। সিপিআই-এর ব্য়ানারে তিনি প্রার্থী হবেন তাঁর নিজের জেলা বিহারের বেগুসরাই কেন্দ্র থেকেই। তবে তাঁকে সমর্থন করছে অন্যান্য বামদল, কংগ্রেস, আরজেডি, এনসিপি-সহ মহাগোটবন্ধন-এর সব দলই।

জোটের সমর্থনে লোকসভা ভোটে লড়বেন কানহাইয়া

বিহারে এনডিএ-এর বিরুদ্ধে সব বিরোধী দল এককাট্টা হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই মহাগোটবন্ধনের নেতৃত্ব দিচ্ছেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। লালু প্রসাদের পরিবারের একটি সূত্র জানিয়েছে, তেজস্বী ও কংগ্রেস নেতৃত্ব বেগুসরাইতে কানহাইয়া কুমারকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।

মহাগোটবন্ধনের বিহার ফর্মুলা অনুযায়ী, ২০১৪ সালে বিজেপির জেতা আসনগুলিতে, যে দল দ্বিতীয় স্থানে ছিল, তারাই সেই আসনে প্রার্থী দেবে। বেগুসরাইতে ২০১৪ সালের নির্বাচনে জিতেছিল বিজেপি। দ্বিতীয় স্থানে ছিল আরজেডি। অনেকটাই পিছনে ছিল সিপিআই। কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র কানহাইয়ার জন্যই আসনটি তাঁকে ছেড়ে দিতে সম্মত হয়েছে আরজেডি। দলের খবর স্বয়ং লালু চান কানহাইয়া বেগুসরাই থেকে লড়ুক।

বেগুসরাইয়ের বারুনি ব্লকের বিহাত পঞ্চায়েতেই বাড়ি কানহাইয়ার। তাঁর মা মীনা দেবী বেগুসরাইয়ের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। বাবা জয়শঙ্কর সিং এখানেই কৃষিকাজ করেন।

English summary
JNU student leader Kanhaiya Kumar will fight Lok Sabha polls from Bihar's Begusarai constituency. All the parties of the Grand Alliance have pledged to support him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X