For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তবলিঘি জামাতের প্রধানের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার দাবি! জেএনিউতে ফের চাঞ্চল্য

তবলিঘি জামাতের প্রধানের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার দাবি! জেএনিউতে ফের চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

ফের একবার চাঞ্চল্য শুরু দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ে। এবার প্রসঙ্গ তবলিঘি জামাত। যে সংগঠনের জমায়েতের জেরে দেশে করোনা আক্রান্তের হার ক্রমেই বড়সড় আকার নিচ্ছে। সেই সংগঠনের প্রধানের বিরুদ্ধে দিল্লি সরকার এফআইআর দায়ের করে। এরপরই জেএনিউএর একদল ছাত্র এর প্রতিবাদে সরব হয়েছেন।

কেন এফআইআর?

কেন এফআইআর?

দিল্লিতে কার্ফুর মধ্যেও আইন অমান্য করে নিজামুদ্দিনের তবলিঘি জামাতের অনুষ্ঠান কীভাবে সংগঠিত হয়েছিল? তা নিয়ে প্রশ্ন তোলে দিল্লি সরকার। যেখানে সামাজিক বা ধর্মীয় কোনও জমায়েতই নিষিদ্ধ ঘোষিত হয়,সেখানে এই আইন জামাত কেন লঙ্ঘন করেছে? প্রশ্ন তুলে জামাত প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কেজরিওয়াল সরকার।

প্রতিবাদে পোস্টার

প্রতিবাদে পোস্টার

জেএনইউতে একটি পোস্টার এদিন চাঞ্চল্য ফেলে দেয়। সেখানে বলা হয়েছে, ইসলামধর্মাবলম্বীদের 'বলির পাঁঠা' করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। পোস্টার জানায় , জেএনইউএর একদল ছাত্র তবলিঘির পক্ষে রয়েছে।

কোন সংগঠন এই পোস্টারের নেপথ্যে?

কোন সংগঠন এই পোস্টারের নেপথ্যে?

দিল্লির জেএনইউএর ছাত্র শার্জিল ইমাম এই সংগঠনটি তৈরি করেন বলে খবর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর বলছে, আপাতত জেলবন্দি শার্জিলের তৈরি সংগঠন বর্তমানে করোনাকাণ্ডে তবলিঘির সমর্থনে নেমেছে ময়দানে। উল্লেখ্য, দেশদ্রোহিতার জেরে কয়েক মাস আগেই জেএনইউএর প্রাক্তন ছাত্র শার্জিল ইমামকে গ্রেফতার করা হয়েছে।

প্রতীকী ছবি

English summary
JNU Student group demands Revocation of FIR against Jamat cheif.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X