For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ, মানব সম্মদ উন্নয়ন মন্ত্রীকে ঘেরাও করে বিক্ষোভ

ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ, মানব সম্মদ উন্নয়ন মন্ত্রীকে ঘেরাও করে বিক্ষোভ

Google Oneindia Bengali News

সমাবর্তনের মাঝেই ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ফি বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। প্রায় শতাধিক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। দাবি না মেটা পর্যন্ত ঘেরাও তোলা হবে না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

ছাত্র বিক্ষোেভ উত্তাল জেএনইউ, মানব সম্মদ উন্নয়ন মন্ত্রীকে ঘেরাও করে বিক্ষোভ

এক লাভে ৩০০ শতাংশ বাড়ানো হয়েছে ফি। ১৫০০ টাকা থেকে ৭০০০ টাকা। গত ১৫ দিনে ধরে ক্যাম্পাসের মধ্যেই এই নিয়ে প্রতিবাদ দেখাচ্ছিল জেএনইউর ছাত্র সংগঠন। কিন্তু কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না করায় সোমবার ক্যাম্পাসের বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমাবর্তন স্থান থেকে ৮০০ কিলোমিটার দূরে তাঁদের আটকে দেয় প্রশাসন। সেই সময় সমাবর্তন অনুষ্ঠানে ছিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। ছিলেন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করলে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। দাবি না মানা পর্যন্ত তাঁরা ঘেরাও তুলবেন না বলে জানিয়েছেন।

সকাল থেকে বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে পুলিসের দফায় দফায় সংঘর্ষ বাঁধে। জলকামান চালানো হয় বলে অভিযোগ। ব্যারিকেডের কাছে কিছুতেই পুলিসকে পৌঁছতে দিচ্ছে না বিক্ষুব্ধ ছাত্ররা। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে ঘেরাও করে রেখেছে তারা। ছাত্রদের অভিযোগ উপাচার্য তাঁদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি। বেশ কয়েকঘণ্টা ধরে সমাবর্তনে আগত মন্ত্রীরা আটকে রয়েছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে।

English summary
JNU student blocking the gate and not permitting the HRD Minister to leave the premises
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X