For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহিনবাগ যোগে জেএনইউ-র পড়ুয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

শাহিনবাগ যোগে জেএনইউ-র পড়ুয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

  • |
Google Oneindia Bengali News

শাহিনবাগ যোগে এবার জেএনইউ-র গবেষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের উত্তর প্রদেশ ও অসমে। ১৬ই জানুয়ারি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে যে ভাষণ দেওয়া ও দিল্লির শাহিনবাগের নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের সাথে জড়িত থাকার অভিযোগেই এই মামলা বলে জানা যাচ্ছে।

শাহিনবাগ যোগে জেএনইউ-র পড়ুয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র শারজিল ইমাম নামে ওই গবেষকের বিরুদ্ধে এই প্রসঙ্গে তোপ দাগেন। তিনি আরও দাবি করেন ২৪ শে জানুয়ারি শাহিন বাগে অসমের নাগরিকত্ব বিক্ষোভকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তা অবরোধের ডাক দেন ওই গবেষক।

ওই সংবাদ সম্মেলনেই তাকে বলতে শোনা যায় “ এটি জিহাদের ক্ষেত্রে অন্যতম একটি মামলা।” তিনি আরও বলেন “বর্তমানে শাহিনবাগে ভারতের স্বাধীনতা খর্ব করার লক্ষ্যে একটি ষড়যন্ত্র চলছে।”

এদিকে গুয়াহাটিতে অপর একটি সংবাদ সম্মেলনে অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ইমামকে “শাহিনবাগের বিক্ষোভের মূল সংগঠক” বলেও চিহ্নিত করেন। পাশাপাশি ওই আন্দোলন মঞ্চে অনেক ভুল কথা রটানো হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন তিনি। তাকে বলতে শোনা যায়, “এতদিন অনেক ভুল কথা বলা হয়েছে। যেমন অসমে বাঙালি, হিন্দু ও মুসলমানরা হত্যার মতো ভুলো তথ্য রটানো হচ্ছে। আমরা এই ব্যক্তিকে আইনের হাতে তুলে দিতে চাই।”

নাসার মহাকাশযান কেপলারের নজরে এবার 'ভ্যাম্পায়ার’ সদৃশ নক্ষত্র মণ্ডলীনাসার মহাকাশযান কেপলারের নজরে এবার 'ভ্যাম্পায়ার’ সদৃশ নক্ষত্র মণ্ডলী

English summary
jnu student accused of sedition due to shahinbag link
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X