For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নেতাজি সুভাষচন্দ্রের নামে জেএনইউ-এর নামকরণ হোক', আরও কোন চাঞ্চল্যকর দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

গত কয়েক সপ্তাহে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উত্তাল ছবি কেড়ে নিয়েছে খবরের শিরোনাম। ফি বৃদ্ধির প্রতিবাদে পুলিশের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি থেকে ছাত্র সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট

  • |
Google Oneindia Bengali News

গত কয়েক সপ্তাহে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের উত্তাল ছবি কেড়ে নিয়েছে খবরের শিরোনাম। ফি বৃদ্ধির প্রতিবাদে পুলিশের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি থেকে ছাত্র সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট, ক্যাম্পাসে বিবেকানন্দের মূর্তিতে ভাঙচুর, সবমিলিয়ে রীতিমতো উত্তেজনার একাধিক ন্যক্করজনক ছবি উঠে আসে জেএনইউ থেকে। এদিকে বিজেপি সুব্রহ্মমণ্যম স্বামী এবার এই জেএনইউ প্রসঙ্গে মুখ খুলেছেন।

২ বছর বন্ধ থাকুক জেএনইউ

২ বছর বন্ধ থাকুক জেএনইউ

জেএনইউতে ছাত্রবিক্ষোভ ও তার জেরে উত্তাল পরিস্থিতি নিয়ে মুখ খুলে সুব্রহ্মমণ্যম স্বামী বলেন, 'আগামী ২ বছরের জন্য় জেএনইউ বন্ধ থাকা উচিত। সেখান থেকে সমাজবিরোধীদের সরিয়ে দেওয়া হোক। এরপর সুভাষ চন্দ্র বসুর নাম দিয়ে খোলা হোক এই বিশ্ববিদ্যালয় ।'

 সুভাষ চন্দ্র বসুর নামে হোক জেএনইউ

সুভাষ চন্দ্র বসুর নামে হোক জেএনইউ

দিল্লিতে জেএইউ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে সুব্রহ্মমণ্যম স্বামী বলেন ,'এরকম বহু শিক্ষা প্রতিষ্ঠান দেশে রয়েছে যার নাম নেহরুর নামে নামাঙ্কিত। আর সুভাষ চন্দ্রের নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ হলে তার ইতিবাচক প্রভাব পড়বে পড়ুয়াদের মধ্যেও। '

বাম বিক্ষোভ ও সুভাষ ইস্যু

বাম বিক্ষোভ ও সুভাষ ইস্যু

প্রসঙ্গত, ফরোয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজির নামে জওহরলাল বিশ্ববিদ্যালয়ের নামকরণের প্রসঙ্গ তুলে জেএনইউতে বামছাত্রদের বিক্ষোভকে রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন স্বামী, বলে মনে করছেন অনেকেই। প্রসঙ্গত, সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তির ভাঙচুর নিয়ে গোটা দেশের প্রবল সমালোচনার মুখে পড়ে জেএনইউয়ের পড়ুয়াদের একাংশ। যারপর সুব্রহ্মমণ্যম স্বামীর বক্তব্য উঠে আসে খবরে।

English summary
BJP MP Subramanian Swamy on Tuesday said Jawaharlal Nehru University (JNU) should be shut for two years, cleared of anti-social elements and reopened after renaming it as Subhas Chandra Bose University.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X