For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির JNU-তে পরীক্ষা হবে হোয়াটসঅ্যাপে! 'অসম্ভব' বলে আঁচ চড়ছে ক্যাম্পাসে

দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় ইতিমধ্যে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ ঘিরে সরগরম পরিস্থিতি। এদিকে, দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ে রীতিমতো তোলপড়া শুরু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় ইতিমধ্যে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ ঘিরে সরগরম পরিস্থিতি। এদিকে, দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ে রীতিমতো তোলপড়া শুরু হয়েছে। জানা গিয়েছে, বছরের শেষ সেমেস্টার সেখানে হোয়াটসঅ্য়াপে নেওয়া হবে বলে স্থির করেছে কর্তৃপক্ষ। আর এরপরই রীতিমতো চড়ছে প্রতিবদের পারদ ক্যাম্পাসে।

ক্যাম্পাসের পরিস্থিতির বিচারে নেওয়া হয় সিদ্ধান্ত!

ক্যাম্পাসের পরিস্থিতির বিচারে নেওয়া হয় সিদ্ধান্ত!

জেএনইউয়ের ইন্টারন্যাশনাল স্টাডিজএর ডিন জানিয়েছেন, ক্যাম্পাসে এখন যা পরিস্থিতি তার প্রেক্ষিতেই সমস্ত ডিন চেয়ারপার্সন, ও ভাইস চ্যান্সলরদের নিয়ে এক বৈঠক ডাকা হয়। আর সেই বৈঠকে সেমেস্টার নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, এর কারণ, ক্যাম্পাসের যা পরিস্থিতি তা আগে কখনও ঘটেনি। প্রসঙ্গত , বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধি নিয়ে ছাত্রবিক্ষোবের জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

কোন কোন পরীক্ষা হবে হোয়াটস অ্যাপে?

কোন কোন পরীক্ষা হবে হোয়াটস অ্যাপে?

বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে এম এ , এমফিল/ পি এইচডি পরীক্ষার ক্ষেত্রে এমন নতুন পদ্ধতিতেত গৃহিত হবে পরীক্ষা। এবিষয়ে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমতেবত সিদ্ধান্ত নিয়েছে তা জারি করা বিবৃতিতে জানানো হয়েছে।

কিভাবে হবে পরীক্ষা?

কিভাবে হবে পরীক্ষা?

হোয়াটসঅ্য়াপে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রেও থাকছে নতুন পদ্ধতি। শিক্ষকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পড়ুয়াদের কাছে প্রশ্ন পাঠাবেন। সেই প্রশ্ন ২১ ডিসেম্বরের মধ্যে শিক্ষকদের কাছে পাঠানো হবে 'মূল্যায়ন' এর জন্য। তবে ছাত্রদের হাতে লিখে উত্তর দিতে হবে, হোয়াটস অ্যাপ বা ই-মেল-এর মাধ্যমে। আর যদি পড়ুয়া চান , তেহলে তিন নিজে এসে শিক্ষকের কাছে উত্তরপত্র জমা দিতে পারেন।

২১ ডিসেম্বরের মধ্যে জমা না দিতে পারলে কী হবে?

২১ ডিসেম্বরের মধ্যে জমা না দিতে পারলে কী হবে?

JNU কর্তৃপক্ষ জানিয়েছে, যদি ২১ ডিসেম্বরের মধ্যে পড়ুয়ারা উত্তরপত্র জমা দিতে না পারেন তাহলে আরও একদিন বাড়তি পেতে পারেন তাঁরা উত্তর জমা দেওয়ার জন্য। এদিকে, এমন পরীক্ষা বাতিলের ডাক দিয়েছে জেএনইউ-এর একাধিক ছাত্র সংগঠন। জেএনইউ টিচার্স অ্যাসোসিয়েশন, জে এনিউ স্টুডেন্টস ইউনিয়ন অবশ্য এমন পরীক্ষা 'অসম্ভব' বলে দাবি করেছে।

পশ্চিমবঙ্গে সিএএ-প্রতিবাদ ঘিরে ১৭ ডিসেম্বর কোন কোন ট্রেন বাতিল! তালিকা একনজরেপশ্চিমবঙ্গে সিএএ-প্রতিবাদ ঘিরে ১৭ ডিসেম্বর কোন কোন ট্রেন বাতিল! তালিকা একনজরে

English summary
JNU Semester-End Exams on ‘WhatsApp’; JNUTA, JNUSA Call it ‘Absurd’.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X