For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি হিংসার ঘটনায় জড়িত অভিযোগে শারজিল ইমামকে গ্রেফতার পুলিশের

  • By
  • |
Google Oneindia Bengali News

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র শারজিল ইমামকে দিল্লি হিংসার ঘটনায় অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হল। উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়ায় গত ফেব্রুয়ারি মাসে। সেই ঘটনায় ইউএপিএ ধারায় শারজিলকে গ্রেফতার করা হয়েছে। রবিবার অসম থেকে তাকে দিল্লি নিয়ে আসা হয়েছিল।

দিল্লি হিংসার ঘটনায় জড়িত অভিযোগে শারজিল ইমামকে গ্রেফতার

গত এপ্রিলে দিল্লি পুলিশ যে চার্জশিট জমা দিয়েছিল তাতে শারজিলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। শারজিল জনতাকে উসকানি দিয়েছেন যা দেশের ঐক্য ও সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকারক। এই অভিযোগ এনেছিল পুলিশ। পাশাপাশি চার্জশিটে এটাও জানানো হয় যে ভারতীয় সংবিধানের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেছেন শারজিল।

দিল্লি আনার আগে শারজিল অসমের জেলে বন্দি ছিল। সিএএ বিরোধী বক্তব্য রাখার তাকে গ্রেফতার করা হয়। গত ২১ জুলাই তিনি করোনা আক্রান্ত হন।

তার আগে ২৮ জানুয়ারি বিহারের জাহানাবাদে দিল্লি পুলিশের হাতে শারজিল গ্রেফতার হন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে এক প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন তিনি। সেই ভাষণে তিনি অসম সহ উত্তর-পূর্ব ভারতকে দেশ থেকে আলাদা করার দাবি করেন বলেও অভিযোগ রয়েছে।

English summary
JNU scholar Sharjeel Imam arrested for Delhi violence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X