For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জেএনইউ-এর ফি বৃদ্ধি ধনীদের জন্য হোক, গরিবের জন্য নয়',দাবি 'সুপার ৩০' খ্যাত গণিতবিদের

বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেখানে হস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তাল পরিস্থিতি।

  • |
Google Oneindia Bengali News

বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেখানে হস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তাল পরিস্থিতি। সোমবারই ক্যাম্পাসের ভিতর পুলিশের সঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের ধস্তাধস্তি হয়। এরপর এদিন বিখ্যাত গণিতবিদ আনন্দ কুমার জেএনইউ -তে ফি বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখেন।

জেএনইউ-এর ফি বৃদ্ধি ধনীদের জন্য হোক, গরিবের জন্য নয়, দাবি সুপার ৩০ খ্যাত গণিতবিদের

গণিতবিদ আনন্দ কুমার বলেন, যাঁরা স্বচ্ছল , যাঁদের আর্থিক কষ্ট নেই, সেই পড়ুয়াদের জন্য জেএনইউএর বর্ধিত ফি ধার্য করা উচিত। তবে যাঁরা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, যাঁরা গুণী অথচ দরিদ্র তাঁদের জন্য জেএইউ কর্তৃপক্ষের এই ফি বৃদ্ধি বিবেচনা করা উচিত। তিনি বলেন, 'কোনও মতেই মেধাবী ছাত্ররা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর দিতে হবে। আমি সরকারের কাছে আবেদন করব যাতে কোনও গরিব ছাত্র শিক্ষা থেকে বঞ্চিত না হন।'

প্রসঙ্গত, এই আনন্দ কুমার বিদেশের লোভনীয় চাকরির হাতছানি কাটিয়ে বিহারের প্রত্যন্ত অঞ্চলে বিনা খরচায় ৩০ জন গরিব ছাত্রকে আইআইটি জয়েন্টের জন্য পড়িয়েছিলেন। আর সেই ৩০ জনই সুযোগ পেয়ে যান আইআইটিতে। এই প্রখ্যাত গণিতবিদ আনন্দ কুমারের জীবনী নিয়ে সাম্প্রতিককালে বলিউড ফিল্ম 'সুপার ৩০' তৈরি হয়েছিল। যে ছবিতে নাম ভূমিকায় দেখা যায় হৃতিক রোশনকে।

English summary
JNU Fee hike uproar, Mathemetician Anand Kumar gives reaction .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X