For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কার্ফিউ ', 'ড্রেস কোড' বিতর্ক নিয়ে অবস্থান স্পষ্ট করল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়

  • |
Google Oneindia Bengali News

দেশের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ের হস্টেলে ড্রেসকোড জনিত সমস্যা দেখা যাচ্ছে বলে দাবি তুলেছিলেন ছাত্রছাত্রীদের একাংশ। সেখানে ড্রেস কোডের বাধ্যবাধকতা রয়েছে বলে অভিযোগ ছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার সমস্ত অভিযোগ ও বিতর্ক কে গুঞ্জন বলে দাবি করে, নিজের অবস্থান স্পষ্ট করল বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের অবস্থান

বিশ্ববিদ্যালয়ের অবস্থান

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের একাংশ গুঞ্জন ছড়াচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের 'হল অ্যাডমনিস্ট্রেশনে
কমিটি' হস্টেলে নতুন নিয়ম চালু করেছে। রটছে যে,বিশ্ববিদ্যালয়ের হস্টেল টাইমিং-এ কার্ফিউ জারি করা হয়েছে। ,এমনকি পড়ুয়াদের পোশাক নিয়েও ড্রেস কোড রাখা হয়েছে বলে রটতে শুরু করেছে। জেএনইউ কর্তৃপক্ষ সাফ জানিয়েছে এই সমস্ত কথাই মিথ্যা। কেবলমাত্র রটনা।

'কার্ফিউ টাইমিং'

'কার্ফিউ টাইমিং'

'কার্ফিউ টাইম' বলে যে রটনা রয়েছে তা আসলে লাইব্রেরির সময়সীমার সাপেক্ষে করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি যেহেতু রাত ১২ টায় বন্ধ হয়ে যেত তাই পড়ুয়াদেপর হস্টেলে ফেরার সময়সীমা ১২:৩০ মিনিট করা ছিল। বর্তমানে লাইব্রেরির রিডিং রুম সবসম.ই খোলা বলে, পড়ুয়ারা যেকোনও সময় হস্টেলে আসতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের বার্তা

বিশ্ববিদ্যালয়ের তরফে বার্তা দেওয়া হয়েছে যে, পড়ুয়ারা যেন কোনও মতেই রটনা বা গুঞ্জনে কান না দেন। অনেকাংশের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক গতিবিধি রোখবার চেষ্টা করছেন। যার দ্বারা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।

English summary
JNU Clarifies students on Curfew and dress code rumours .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X