For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) জম্মু ও কাশ্মীরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০

Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০
শ্রীনগর, ৫ সেপ্টেম্বর : জম্মু-কাশ্মীরের অবিরাম বৃষ্টি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত দুদিনে বৃষ্টিতে ৭০ জনের মৃত্যুর খবর মিলেছে। বন্যার ফলে কাশ্মীরের বহু গ্রাম ধুয়ে গিয়েছে। শ্রীনগর , অনন্তনাগ, পুলওয়ামা এবং পুঞ্চ জেলা প্লাবিত হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার রাজৌরি জেলায় বাস উল্টে ৫০ জনের মৃত্যু হয়েছিল। হড়কা বানের জেরে বরযাত্রী বোঝাই ওই বাসটি জলের তোড়ে ভেসে যায়। বাসটিতে মোট ৫২ জন ছিলেন। যাদের মধ্যে নববিবাহিত বর-বধূও ছিলেন। জম্মু শহর থেকে ১২০ কিলোমিটার দূরে লামের দিতে যাচ্ছিল বাসটি। সেইসময় অবিরাম বৃষ্টিতে ফুলে ফেঁপে বেড়ে ওঠা গম্ভীর নদীর উত্তাল জলের তোড় ভাসিয়ে নিয়ে যায় যাত্রী বোঝাই বাসটিকে। এই দুর্ঘটনায় মাত্র ৩ জন প্রাণে বেঁচে গিয়েছেন বলে সূত্রের তরফে জানা গিয়েছে।

মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকার্যেও সমস্যা হচ্ছে বলে রাজৌরির পুলিশের তরফে জানানো হয়েছে। ধসের জেরে শ্রীনগর-জম্মু এবং শ্রীনগর-লে হাইওয়ে বন্ধ রাখা হয়েছে। এই ঘটনায় শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজ্য সরকারের তরেফে জানানো হয়েছে, অনন্তনগরে প্রায় ৫০টি বাড়ি জলের তলায় চলে গিয়েছে। কুলগাম জেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে. কুলগমের আস্থল গ্রামে প্রায় ১৫০০ মানুষের আটকে থাকার খবর পাওয়া গিয়েছে।

জম্মু কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতি ছবিতে।

{photo-feature}

English summary
J&K floods: 70 dead, PM announces Rs 2 lakh compensation for victims' families
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X