For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনডিএ ছাড়ল এক শরিক, পা বাড়িয়ে আরও এক, চাপ বাড়ছে বিজেপির

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তানি আবাম মোর্চা (সেকুলার) নেতা জিতন রাম মাঝি শুক্রবার এনডিএ ছেড়ে বেরিয়ে গেলেন।

  • |
Google Oneindia Bengali News

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তানি আবাম মোর্চা (সেকুলার) নেতা জিতন রাম মাঝি শুক্রবার এনডিএ ছেড়ে বেরিয়ে গেলেন। একইসঙ্গে তিনি বিরোধী রাষ্ট্রীয় জনতা দলের নেতৃত্বাধীন মহা গঠবন্ধনে যোগ দিতে চলেছেন বলে জানিয়েছেন।

এনডিএ ছাড়ল এক শরিক, পা বাড়িয়ে আরও এক, চাপ বাড়ছে বিজেপির

এদিনই নতুন জোটে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তিনি। তার আগে এদিন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন তিনি।

এদিন সকালে তেজস্বী মাঝির বাড়িতে পৌঁছে যান। দুজনে কিছুক্ষণ আলোচনার পরে মাঝি বেরিয়ে এসে এনডিএ ছাড়ার ঘোষণা করে।

ঘটনা হল, মাঝি জেহানাবাদের বিধানসভা আসনে উপনির্বাচনে লড়তে চেয়েছিলেন। তবে বিজেপি জানায় জোটসঙ্গী জেডিইউ সেই আসনে লড়বে। সেই ঘটনার পর ক্ষুব্ধ মাঝি এনডিএ ছেড়েছেন বলে খবর।

ঘনিষ্ঠ সূত্রে খবর, মাঝি জেহানাবাদ আসনে নিজের ছেলেকে দাঁড় করাতে চেয়েছিলেন। ছেলের রাজনৈতিক কেরিয়ার গড়তেই এমনটা ইচ্ছা ছিল মাঝির। তবে বিজেপির না বলাতেই ক্ষুব্ধ হয়েছেন তিনি। এই ঘটনার পরে মাঝির দলের নেতা ব্রিষণ প্যাটেল রাঁচি জেলে গিয়ে লালুর সঙ্গে দেখা করে আসেন।

এদিন তেজস্বীও মহা গঠবন্ধন বা মহাজোটে মাঝিকে স্বাগত জানিয়েছেন। তাঁর পিতা লালু ও মা রাবড়ির সঙ্গে মাঝির ঘনিষ্ট যোগাযোগের কথাও জানিয়েছেন। জোটে তিনি প্রাপ্য সম্মান পাবেন বলেও জানিয়েছেন তেজস্বী।

English summary
Hindustani Awam Morcha leader Jitan Ram Manjhi quits NDA to join RJD-led Grand Alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X