For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাজোট নয় ঝাড়খণ্ডে একাই লড়বে জিতেন রাম মাঝির দল

ফের ধাক্কা মহাজোটে। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত নিল হিন্দুস্তান আওয়াম মোর্চা।

Google Oneindia Bengali News

ফের ধাক্কা মহাজোটে। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত নিল হিন্দুস্তান আওয়াম মোর্চা। সংগঠনের নেতা তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী িজতেন রাম মাঝি বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। শুধু ঝাড়খণ্ড নয় বিহারের বিধানসভা ভোটেও একাই লড়বে তাঁর দল এমনই ঘোষণা করেছেন জিতেন রাম মাঝি।

মহাজোট নয় ঝাড়খণ্ডে একাই লড়বে জিতেন রাম মা

ঝাড়খণ্ডে এই প্রথম নয় এর আগে বাবুলাল মারান্ডির দলও মহাজোট থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেছে। তিনি জানিয়েছিলেন একক ভাবেই ৮১টি আসনে প্রার্থী দেবে বাবুলাল মারান্ডির দল। একে একে মহাজোট থেকে বেরিেয় আসছে আঞ্চলিক দলগুলি। আসন ভাগাভাগি নিয়ে মতানৈক্যের কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা ভোটে নতুন করে শক্তি ফিরে পেয়েছে কংগ্রেস। নতুন উদ্যোমে লড়াই শুরু করতে চাইছে তারা। সেকারণেই আঞ্চলিক দলগুলির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মত বিরোধ তৈরি হচ্ছে। এদিকে এই সুযোগকে কাজে লাগিেয়ই ভোট কাটাকাটির অঙ্ক তৈরি করতে চাইছে বিজেপি।

English summary
Jitan Ram Majhi decided to go solo in the upcoming Jharkhand Assembly poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X