২০২১ সালেই ভারতে আসতে চলেছে জিও ৫জি পরিষেবা, প্রতিশ্রুতি মুকেশ আম্বানির
জিও ব্যবহারকারীদের জন্য সুখবর। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে রিলায়েন্স জিও ৫জি পরিষেবা নিয়ে আসার কথা চিন্তাভাবনা করছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি মঙ্গলবারই এই কথা জানিয়েছেন।

ইন্ডিয়া মোবাইল কংগ্রেসকে মুকেশ আম্বানি জানিয়েছেন, ৫জি এর প্রাথমিক রোলআউটকে ত্বরান্বিত করতে এবং এটিকে সর্বদাই সাশ্রয়ী মূল্যের এবং সহজলভ্য করার জন্য নীতিমালা পদক্ষেপ নেওয়া দরকার। মুকেশ আম্বানি বলেন, 'আম আশ্বস্ত করছি জিও ভারতে ৫জি বিপ্লবকে তরান্বিত করবে ২০২১ সালের দ্বিতীয়ার্ধের মধ্যে। এটি একেবারে দেশীয়ভাবে তৈরি হওয়া নেটওয়ার্ক, হার্ডওয়্যার ও প্রযুক্তি উপাদান। জিওর ৫জি পরিষেবাটি আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে প্রেরণাদায়ক দৃষ্টিভঙ্গীর সাক্ষী হয়ে থাকবে।’ তিনি আরও বলেন, 'আমি দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে ৫জি ভারতকে কেবল চতুর্থ শিল্প বিপ্লবে অংশ নিতেই নয়, নেতৃত্ব দিতেও সক্ষম করবে।’
রিলায়েন্স জিও যখন একদিকে ভারতে ৫জি পরিষেবা নিয়ে আসার কথা বলছে অন্যদিকে তারই প্রতিদ্বন্দ্বি ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া লিমিটেডেরও বিশ্বাস যে তাদের প্রযুক্তি কমপক্ষে দু’বছর দূরে রয়েছে, কারণ ভারত এখনও পরিবেশবান্ধব হয়ে ওঠেনি এবং সুলভ খরচে এই পরিষেবা যতদিন না দেওয়া যাচ্ছে ততদিন তারা আনতে পারছে না। দেশে যদিও ২জি নেটওয়ার্ক রয়েছে, যেখানে ফোন ও মেসেজ করা যায়।
মুকেশ আম্বানি বলেন, '৩০ কোটি মোবাইল সাবস্ক্রাইবার এখনও ভারতে ২জি নেটওয়ার্কেই পড়ে রয়েছে। জরুরি ভিত্তিতে নীতিমালা পদক্ষেপ করতে হবে যাতে এই সব অসুবিধাভুক্ত মানুষরা স্মার্টফোন কিনতে যোগ্য হন, যাতে তাঁরাও ব্যাঙ্ক অ্যকাউন্ট থেকে সরাসরি অর্থ লেনদেনের সুবিধা ও ডিজিটাল অর্থনীতিতে অংশ নিতে পারেন।’ ভারতে কোটি কোটি ফোন ব্যবহারকারী রয়েছে। মুকেশ আম্বানির সংস্থা কম দামে স্মার্টফোনও নিয়ে আসছে, যেখানে ইন্টারনেট রয়েছে।

ফের আটক মেহবুমা মুফতি, বাদগামে যাওয়ার আগেই তাঁকে গৃহবন্দি করে রাখার অভিযোগ