For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ বিরোধী বিক্ষোভে উঠল 'জিন্না ওয়ালি আজাদি' স্লোগান, ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

Google Oneindia Bengali News

জেএনইউ-তে হিংসার বিরোধিতায় বিক্ষোভ সমাবেশে এর আগে দেখা গিয়েছিল 'ফ্রি কাশ্মীর' পোস্টার। যা নিয়ে বিস্তর বিতর্ক দানা বেধেছিল। এবার নাগরিকত্ব সংশোধী আইন বিরোধী শাহীনবাগের সমাবেশে না কি শোনা গিয়েছে 'জিন্না ওয়ালি আজাদি' স্লোগান। বেশ কয়েকজন বিজেপি নেতার শেয়ার করা এই ভিডিওতে এই স্লোগান শোনা যাচ্ছে বলে অভিযোগ করা হয়।

'ভারত বিরোধী বিক্ষোভ'

'ভারত বিরোধী বিক্ষোভ'

বিজেপি দিল্লি শাখার মুখপাত্র তাজিন্দর পাল সিং বাগ্গা সর্বপ্রথম ভিডিওটি টুইট করে অভিযোগ করেন যে, 'এটি কোনও মোদী বিরোধী বিক্ষোভ নয়। এটি সম্পূর্ণ ভাবে ভারত বিরোধী একটি বিক্ষোভ।' প্রসঙ্গত, ভিডিওটিতে 'জিন্না ওয়ালি আজাদি' স্লোগান ছাড়াও শোনা গিয়েছিল 'গান্ধী ওয়ালি আজাদি' ও 'নেহরু ওয়ালি আজাদি' স্লোগানও শোনা যায়।

সম্বিত পাত্রের বক্তব্য

সম্বিত পাত্রের বক্তব্য

ভিডিওটি বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রও ভিডিওটি টুইট করেন। ক্যাপশনে তিনি লেখেন, 'এরা জিন্নির আজাদি চায়। বন্ধুগণ, আমার কী আর কিছু বলার বাকি আছে? আমাদের কী আর কোনও রকম বিতর্কে যাওয়ার দরকার রয়েছে এটা অনুধাবন করার জন্যে যে এরা ভারতে সঙ্গে না বিরুদ্ধে? আর সব থেকে দুঃখজনক বিষয়টি হল, কাদের সঙ্গে লড়াইটা করব? বহিরাগত না নিজেদের লোকের সঙ্গে!'

ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস

ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস

এদিকে কংগ্রেস এই ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তিরুবনন্তপুরমের সাংসদ তথা কংগ্রেস নেতা শশী থারুর বলেন, 'আমরা খুব দুর্ভাগ্যজনক ভাবে দেখে এসেছি যে শাসকদল বারংবার ভুল ভিডিও ভাইরাল করে। তাই এই ভিডিওটির সত্যতা সম্পর্কে আমার মনে তাই প্রচুর প্রশ্ন রয়েছে।'

শাহীনবাগের অবস্থানকে সরানোর আবেদন খারিজ দিল্লির আদালতের

শাহীনবাগের অবস্থানকে সরানোর আবেদন খারিজ দিল্লির আদালতের

এদিকে শুক্রবার দিল্লি হাইকোর্ট শাহীনবাগে অবস্থানরত সিএএ বিরোধী বিক্ষোভকারীদের স্থানচ্যুত করার এক আবেদনকে নাকচ করে দেয়। আবেদনকারীদের অভিযোগ ছইল যে এই অবস্থানের কারণে দিল্লি থেকে নয়ডাগামী কালিন্দি রোডে গাড়ি চলাচলের খেত্রে খুব অসুবিধা হচ্ছে। এবং রাস্তা অবরোধের জেরে মাঝে মাঝে গাড়ি চলাচল আটকেও যাচ্ছে।

English summary
Jinnah Wali Azadi Slogans Raised in anti caa protest Alleges BJP, Congress Questions Authenticity Of Video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X