For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিন্দ উপনির্বাচন আসলে লোকসভা ও বিধানসভার আগে অ্যাসিড টেস্ট হরিয়ানায়

হরিয়ানার জিন্দ-এ বিধানসবা উপনির্বাচন হল আজ সোমবার।

  • |
Google Oneindia Bengali News

হরিয়ানার জিন্দ-এ বিধানসবা উপনির্বাচন হল আজ সোমবার। আইএনএলডি বিধায়ক হরিচাঁদ মিদ্দা প্রয়াত হওয়ায় পর এই আসনে ভোট হচ্ছে। মূলত চতুর্মুখী লড়াই হয়েছে এই আসনে। কংগ্রেস, বিজেপির পাশাপাশি আইএনএলডি ও জেজেপি লড়াইয়ে রয়েছে।

জিন্দ উপনির্বাচন আসলে লোকসভা ও বিধানসভার আগে অ্যাসিড টেস্ট

এই বছর লোকসভা নির্বাচন হওয়ার পাশাপাশি রাজ্যে বিধানসভা নির্বাচনও রয়েছে। ফলে এই আসনের ফলকে সেমিফাইনালের লড়াই হিসাবে দেখা হচ্ছে। ফলাফল বেরোবে ৩১ জানুয়ারি।

জিন্দে মোট ভোটার ১.৭২ লক্ষ জন। এখানে জাট ভোটার সবচেয়ে বেশি ৪৫ হাজার। তারপরে রয়েছে ব্রাহ্মণ, পাঞ্জাবিরা। এরও পরে রয়েছে অনগ্রসর শ্রেণি ও তপশিলি জাতিরা। ১৯৭২ সালের পর থেকে এই কেন্দ্রে কোনও জাট নেতা জেতেননি।

এবারও বিজেপি বাদে বাকীরা জাট প্রার্থী দিয়েছে। বিজেপি দাঁড় করিয়েছে হরিচাঁদ মিদ্দার পুত্র কৃষ্ণ মিদ্দাকে। বাবার হয়ে ভোট জেতার আশা করছেন তিনি। কয়েকমাস আগেই আইএনএলডি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।

এই কেন্দ্রে ১৯৬৮, ১৯৯১ ও ২০০০ সাল বাদে কোনওবার ৭০ শতাংশের কম ভোট পড়েনি। আবার কখনও ৮০ শতাংশের বেশিও ভোট পড়েনি।

English summary
Jind bypoll is the semi final for Lok Sabha and State election in Haryana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X