For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার ঝাড়খণ্ডে শুরু রিসর্ট পলিটিক্স, বিধায়কদের চাটার্ড বিমানে রায়পুরে নিয়ে যাচ্ছে হেমন্ত সোরেন

এবার ঝাড়খণ্ডে শুরু রিসর্ট পলিটিক্স, বিধায়কদের চাটার্ড বিমানে রায়পুরে নিয়ে যাচ্ছে হেমন্ত সোরেন

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের পর এবার ঝাড়খণ্ড। ফের শুরু রিসর্ট রাজনীতি। সরকার বাঁচাতে শেষে রায়পুরের রিসর্টে বিধায়কদের নিয়ে যাচ্ছে হিমন্ত সোরেন সরকার। সূত্রের খবর রায়পুরের রিসর্টে রাখা হবে বিধায়কদের। তার জন্য ৭২ আসনের ইন্ডিগো বিমান ভাড়া করা হয়েছে। রায়পুরের মেফেয়ার রিসর্টে ৪৭টি রুম বুক রয়েছে। বিজেপির নজর থেকে বাঁচাতে সেখােনই বিধায়কদের রাখার বন্দোবস্ত করেছেন হিমন্ত সোরেন।

বিধায়কদের চাটার্ড বিমানে রায়পুরে নিয়ে যাচ্ছে হিমন্ত সোরেন

মধ্যপ্রদেশ, কর্নাটক থেকে শুরু করে মহারাষ্ট্র প্রায় সব অবিজেপি রাজ্যগুলিতে একই সমীকরণে এগিয়েছে বিজেপি। সরকারে থাকা অবিজেপি দলে হয় ভাঙন ধরিয়েছে নয়তো জোটে খাকা বিধাকদের বিদ্রোহী করে তুলেেছ। ঝাড়খণ্ডেও যে সেই সমীকরণেই এগোবে বিজেপি তাতে কোনো সন্দেহ নেই সেকারণেআগে খেরেই সতর্ক হয়ে গিয়েছে হেমন্ত সোরেন। আগে থেকেই সতর্ক তিিন।

বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে ঝড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। কংগ্রেসের সঙ্গে জোট গড়ে সরকার গড়েছেন হেমন্ত সোরেন। কাজেই সেই জোট ভাভতে যে মরিয়া হবে বিজেপি তাতে কোনও সন্দেহ নেই। সূত্রের খবর সেকারণে জোটে বিধায়কদের রায়পুরের রিসর্টে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রায়পুরের মেফেয়ার রিসর্টে রাখা হবে তাঁদের। তার জন্য ৭২ আসনের একটি ইন্ডিগো বিমান বুক করা হয়েছে। তাতে বিধাকদের রায়পুরের সেই রিসর্টে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। মেফেয়ার রিসর্টে তার জন্য ৪৭টি রুম বুক করা হয়েছে। সন্ধে ৭টার মধ্যে তাঁদের সেখানে পৌঁছে যাওয়ার কথা। সূত্রের খবর সেই রিসর্টে আটকে রাখা হবে তাঁদের।

ঝাড়খণ্ডে সরকার ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। গেরুয়া িশবিরের সেই পরিকল্পনা ব্যর্থ করতেই বিধায়কদের রিসর্টে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মনে করা হচ্ছে বিধায়কদের কেনার চেষ্টা করতে পারে বিজেপি। যেমনটা অন্যান্য রাজ্যে করা হয়েছিল। সেই একই পথে এগোবে গেরুয়া শিবির। কংগ্রেস এবং আরজডির সঙ্গে জোট গড়ে সরকার তৈরি করেছ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ছত্তিশগড়ে কংগ্রেস পরিচালিত সরকার থাকায় সেখানে বিধায়কদের রাখা িনরাপদ বলে মনে করা হচ্ছে।

৮১ সদস্যের বিধানসভার মধ্য ৪৯ জন হেমন্ত েসারেন জোট সরকারের সঙ্গে ছিলেন তাঁরা। তার মধ্যে ৩০ জন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। কংগ্রেসের ১৮ জন। আরজেডির ১ জন বিধায়ক রয়েছেন সরকারে। অপরদিকে বিজেপির ১৮ জন বিধায়ক রয়েছে। বিজেপি বৃহত্তম নির্বাচিত দল হলেও সরকার গঠন করতে পারেনি।

English summary
Himant Soren government Shifted Ruling Alliance MLAs To Raipur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X