For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জয় শ্রীরাম' বিতর্কের জেরে ঝাড়খণ্ডে গণপ্রহারে খুন হওয়া যুবকের বিয়ে হয়েছিল মাত্র দেড়মাস আগে!

বলতে হবে 'জয়শ্রীরাম' ধ্বনি, আর তা না বললেই মারধর,অত্যাচার বাড়বে। এমনই এক পরিস্থিতির শিকার ঝাড়খণ্ডের যুবক তাবরেজ। বিয়ের দেড়মাস পার হতে না হতেই যাঁকে পড়তে হয়েছিল এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে।

  • |
Google Oneindia Bengali News

বলতে হবে 'জয় শ্রীরাম', আর তা না বললেই মারধর, অত্যাচার বাড়বে। এমনই এক পরিস্থিতির শিকার ঝাড়খণ্ডের যুবক তাবরেজ। বিয়ের মাত্র দেড়মাস পার হতে না হতেই যাঁকে পড়তে হয়েছিল এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে।

জয়শ্রীরাম বিতর্কের জেরে গণপ্রহারে খুন হওয়া যুবকের বিয়ে হয়েছিল দেড়মাস আগে! তারপর যা ঘটেছে

ঝাড়খণ্ডের তাবরেজের বিরুদ্ধে অভিযোগ ছিল বাইকচুরির । আর তার জেরে তাঁকে বেঁধে রেখে বলতে বলা হয় 'জয় শ্রীরাম', 'জয় হনুমান'। ২৪ বছরের এই যুবককে টানা মারধর করে উপস্থিত জনতা। যতক্ষণ না পর্যন্ত তাবরেজ অচৈতন্য হয়ে পড়েন,ততক্ষণ চলতে থাকে মার। এরপর তাঁকে তুলে দেওয়া হয় প্রশাসনের হাতে, আর সেখানেই ৪ দিন বাদে মৃত্যু হয় তাবরেজের। গোটা ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত গ্রেফতার করেছে ১১ জনকে। এদিকে, খতিয়ে দেখা হচ্ছে চিকিৎসকদের কার্য পক্রিয়াকেও। কোনও ক্রমে চিকিৎসার গাফিলতিতে তাবরেজের মৃত্যু হয়েছে কি না সেই সন্দেহও বাদ দিচ্ছে না পুলিশ প্রশাসন।

এদিকে, এমন ঘটনার প্রেক্ষিতে তাবরেজের পরিবার ন্যায়ের দাবিতে অনড়। তাবরেজের স্ত্রীর দাবি, যেকোনও মূল্যে তাঁর ও তাঁর পরিবারকে ন্যায় ফিরিয়ে দিতে হবে। পরিবারের দাবি, পুলিশের কাছে বহুবার আবেদন জানানো হয়েছিল তাবরেজের সঠিক চিকিৎসার জন্য। কিন্তু তারা তাতে সাড়া দেয়নি বলে দাবি তাবরেজের পরিবারের।

English summary
Jharkhand Mob Killing: 11 Arrested, Alleged Lapses By Doctor Under Probe.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X