For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধারের আঙুলের ছাপ মেলেনি, রেশন না পেয়ে ফের মৃত্যুর অভিযোগ ঝাড়খণ্ডে

ফের না খেতে পেয়ে মৃত্যুর ঘটনা ঝাড়খণ্ডে। সোমবার দেওঘর জেলায় মারা যান ৭৫ বছর বয়স্ক এক ব্যক্তি। অভিযোগ, রেশন দোকানে বায়োমেট্রিক পদ্ধতিতে পরীক্ষার সময় তাঁর মেয়ের হাতের ছাপ না মেলায় রেশন পাননি।

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

ফের না খেতে পেয়ে মৃত্যুর ঘটনা ঝাড়খণ্ডে। সোমবার দেওঘর জেলায় মারা যান ৭৫ বছর বয়স্ক এক ব্যক্তি। অভিযোগ, রেশন দোকানে বায়োমেট্রিক পদ্ধতিতে পরীক্ষার সময় তাঁর মেয়ের হাতের ছাপ না মেলায় রেশন পাননি। যদিও সরকারের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আধারের আঙুলের ছাপ না মেলেনি, রেশন না পেয়ে ফের মৃত্যুর অভিযোগ ঝাড়খণ্ডে

সূত্রের খবর, আদিবাসী অধ্যুষিত এই রাজ্যে এক মাসে খাবার না পেয়ে এটি তৃতীয় মৃত্যুর ঘটনা। ফুড প্রোগ্রাম ফর দ্য পুয়োরের আওতায় থাকলেও গরিব আদিবাসী পরিবারগুলি রেশন পায়নি বলেই অভিযোগ।

যদিও সরকারের দাবি সোমবার রূপল মারান্ডি নামে প্রৌঢ়ের মৃত্যু প্রাকৃতিক কারণেই হয়েছে।

বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মারান্ডি। মাস কয়েক আগে তাঁর পা-ও ভেঙে গিয়েছিল। সোমবার বিকেলে তাঁর বাড়িতে চিকিৎসককে নিয়ে গিয়েও ছিলেন। চিকিৎসকই জানিয়েছেন স্বাভাবিক কারণেই মারা গিয়েছেন মারান্ডি। এমনটাই জানিয়েছেন মোহনপুরের বিডিও অশোক কুমার।

দেওঘর জেলার মোহনপুর ব্লকের ভগবানপুর গ্রামে মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে থাকতেন রূপল মারান্ডি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য মারান্ডির নাতি মাস তিনেক আগে মারা যায়। ফলে পুরো পরিবার রেশনের ওপর নির্ভর হয়ে পড়ে।

কিন্তু আধার লিঙ্ক-বায়োমেট্রিক সিস্টেমে আঙুলের ছাপ না মেলায় রেশন পাননি বলে অভিযোগ করেছেন মারান্ডির কন্যা মানডি।

মানডি এবং তাঁর বৌদি ক্ষেতমজুরের কাজ করলেও, অতি বৃষ্টির কারণে এক সপ্তাহ কাজে যেতে পারেননি। এই সময়ের মধ্যে মারান্ডি এবং পরিবারের দুই সদস্য মুড়ি খেয়েই চালিয়েছেন। আর বাড়ির শিশুদের জন্য প্রতিবেশীরাই ছিলেন ভরসা।

যদিও এই ঘটনা অস্বীকার করেছেন বিডিও অশোক কুমার। দুমাস পরিবারটি যে রেশন না পাওয়ার অভিযোগ করছে, তাও অস্বীকার করেছেন বিডিও। তাঁর দাবি, সেপ্টেম্বর পর্যন্ত পরিবারটি ১৫ কেজি রেশন তুলেছে। কিন্তু তার কার্ডে তা আপডেট করা হয়নি। আর অক্টোবর মাসে পরিবারটি রেশন দোকানেই যায়নি বলে দাবি করেছেন বিডিও।

সরকারের তরফ থেকে পরিবারটিকে ৫০ কেজি চাল এবং ১০ হাজার টাকা সাহায্য করা হয়েছে।

স্বচ্ছতা আনতে এবং ভুতুরে সুবিধাভোগীদের বাদ দিতে গণবন্টন ব্যবস্থাতেও আধার যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে সুবিধাভোগীকে সনাক্ত করা হয়।

যদিও এক্ষেত্রে বিতর্ক তৈরি হয়েছে। গরিবরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টের কাছে একাধিক পিটিশন পেন্ডিং রয়েছে।

ঝাড়খণ্ডে আধারের সঙ্গে রেশন কার্ড যুক্ত না হলে ডিলারদের রেশন সরবরাহ করা হচ্ছে না। অন্যদিকে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ না মিললে একই অবস্থা বলে জানিয়েছেন ফেয়ার প্রাইস ডিলার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সঞ্জয় কুণ্ডু।

ঝাড়খণ্ডের সিমডেগা জেলায় চারদিন খাবার না পেয়ে ২৮ সেপ্টেম্বর ১১ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছিল। অভিযোগ ছিল, আধারের সঙ্গে যুক্ত না হওয়ায় কার্ড বাতিলের জেরে রেশন পায়নি পরিবারটি।
অন্যদিকে, অক্টোবরের ২১ তারিখ রেশন কার্ড না থাকায় খাবার না পেয়ে মারা যান, ধানবাদের ৪৩ বছরের রিক্সাচালক বৈদ্যনাথ রবিদাস।

English summary
Another family in Jharkhand alleges man died of hunger, blames Aadhaar. Rooplal Marandi died in Jharkhand's Deoghat district after he was allegedly refused subsidised supplies, but officials said he was suffering from old-age ailments and died a natural death.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X