
জমিনে মুক্তি না জেলেই কাটবে জীবন? ঝাড়খণ্ড আজ ভাগ্য নির্ধারণ আরজেডি সুপ্রিমোর
পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় েজলে রয়েছেন তিনি। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের জামিনের আবেদনের শুনানি আজ। ঝাড়খণ্ড হাইকোর্টে হবে শুনানি। প্রসঙ্গত উল্লেখ্য একের পর এক পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী প্রমাণিত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তাঁকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে।

লোকসভা ভোটের জন্য ঘর গোছাতে শুরু করে দিয়েছে আরজেডি। সেকারণে আরজেডি সুপ্রিমোর মুক্তি জরুরি হয়ে উঠেছে। কারণ তাঁর বার্তা শুনেই কর্মীরা নতুন করে জেগে উঠবে। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সেকারণেই কি তড়িঘড়ি লালু প্রসাদ যাদবকে মুক্তির তোরজোর শুরু হয়েছে।
পশু খাদ্য কেলেঙ্কারি মামায় ১০ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে তাঁকে। শরীর তেমন সুস্থ নেই লালু প্রসাদ যাদবের। অনেকদিন তিনি হাসপাতাে ভর্তি ছিলেন। মাঝে অসুস্থতার কারণে বাড়িতে আনা হয়েছিল তাঁকে। এখনও তেমন সুস্থ নেই শরীর।