For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিচারিকাকে মেঝে থেকে মূত্র চাটতে বাধ্য করলেন ঝাড়খণ্ডের বিজেপি নেত্রী, গ্রেফতার সীমা পাত্র

পরিচারিকাকে মেঝে থেকে মূত্র চাটতে বাধ্য করলেন ঝাড়খণ্ডের বিজেপি নেত্রী,গ্রেফতার সীমা পাত্র

Google Oneindia Bengali News

মাটি থেকে মূত্র চাটতে বাধ্য করা হল পরিচারিকাকে। নারকীয় এই ঘটনা ঘটিয়েছেন ঝাড়খণ্ডের বিজেপি নেত্রী সীমা পাত্র। তিনি নিজে আবার বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় কার্যনির্বাহী সমিতির সদস্য। তাঁর এই কীর্তি প্রকাশ্য আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশন বিজেপি নেত্রীর বিরুদ্ধে ঝাড়খণ্ড পুলিশে লিখিত অভিেযাগ জানিয়েছে। সূত্রের খবর বুধবারই তাঁকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড পুলিশ।

পুলিশে অভিযোগ দায়ের

একদিকে যখন হেমন্ত সোরেন সরকার ফেলার চক্রান্ত করছে বিজেপি। ঠিক তখনই ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এল ঝাড়খণ্ডে। বিজেপি নেত্রী বাড়ির পরিচারির উপর নির্মম অত্যাচারের অভিযোগ। বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় ওয়ার্কিং সমিটির সদস্য সীমা পাত্র তাঁর পরিচারিকার উপর নির্মম অত্যাচার চালান বলে অভিযোগ। বাড়ি যাওয়ার জন্য ছুটি চেয়েছিলেন তাঁর পরিচারিকা। তার পরিবর্তে পরিচরিকাকে মেঝে থেকে মূত্র চাটতে বাধ্য করেন তিিন। এমনই গুরুতর অভিযোগ উঠেছে বিজেপি েনত্রীর বিরুদ্ধে।

ঘটনাটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে বিজেপি নেত্রী সীমা পাত্রের বিরুদ্ধে ঝাড়খণ্ডের পুলিশ প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে জাতীয় মহিলা কমিশন। বিজেপি েনত্রীর কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিজেপি তাঁকে সাসপেন্ড করেছে। ঘটনার জেরে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে ঝাড়খণ্ডে। বিজেপি নেত্রীর গ্রেফতারের দাবি উঠেছে। ঝাড়খণ্ড বিজেপির সভাপতি দীপক প্রকাশ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে সাসপেনশন নোটিস জারি করেছেন।

অভিযোগ শুধু মূত্র চাটতেই বাধ্য করেননি তিনি পরিচারিকাকে। তাঁক লোহার গরম তাওয়া দিয়েও মারধর করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পরিচারিকার ভিডিও। তাতে দেখা গিয়েছে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচারিকা। তঁার গোটা শরীরে আঘাতের চিহ্ন। একাধিক জায়গায় পুড়ে গিয়েছে। তার দাঁত ভেঙে গিয়েছে।

English summary
Jharkhand BJP leader Seema Patra brutally assault and harassed her domestic helpCopy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X