অষ্টম রাজ্য হিসেবে সিবিআইয়ের অধিকার খর্ব করল ঝাড়খণ্ড
কেরল ও মহারাষ্ট্রের পর এবার কংগ্রেস শাসিত ঝাড়খণ্ডও তাদের রাজ্যে সিবিআই তদন্তের অধিকারকে কেড়ে নিল। বৃহস্পতিবারই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করে বলা হয় যে রাজ্যে কোনও তদন্ত চালানোর জন্য সিবিআইয়ের ক্ষমতা খর্ব করে দেওয়া হল। বিরোধী দল শাসিত অন্যান্য রাজ্যগুলির সঙ্গে এবার অষ্টম রাজ্য হিসাবে হাত মেলালো ঝাড়খণ্ডও।

কেরল এই সুবিধা প্রত্যাহার করার পরই ঝাড়খণ্ড সরকার এই পদক্ষেপ নেয়, যেখানে রাজ্যে কোনও তদন্ত চালানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। এর আগে পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় সহ অন্যান্য বিরোধী শাসিত রাজ্য আগেই এই পদক্ষেপ করেছে। খুব সম্প্রতি মহারাষ্ট্র ও রাজস্থানও সাধারণ এই সম্মতি প্রত্যাহার করেছে এবং অভিযোগ করে জানিয়েছে যে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার রাজনৈতিক ফায়দার জন্যই এই এজেন্সির অপব্যবহার করে।
অনেক আগেই ত্রিপুরা ও মিজোরামও সাধারণ সম্মতি বাতিল করেছে। ২০১৮ সালেই পশ্চিমবঙ্গ সিবিআইয়ের ক্ষমতা বাতিল করে দেয়, এরপরই অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সরকারও এই পদক্ষেপ অনুসরণ করে।
ভারতই হবে গ্লোবাল গ্রোথের কাণ্ডারী, বিশ্বের তাবর বিনিয়োগকারীদের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর