For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ২০১৯ : ভোট পড়ল গড়ে ৬২.৫ শতাংশ

  • |
Google Oneindia Bengali News

তিন দফা পেরিয়ে এদিন সোমবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম তিনটি দফার নির্বাচনে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে। মাওবাদী অধ্যুসিত ভোটকেন্দ্রগুলিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বিশেষ নজর দিয়েছে। চেষ্টা চলছে যাতে যতটা সম্ভব শান্তিপূর্ণ পরিস্থিতিতে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। এই দফাতেও অন্তত পাঁচটি বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেগুলি মাওবাদী অধ্যুষিত। যার ফলে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

ঝাড়খণ্ডে চতুর্থ দফার ভোটের আপডেট

একনজরে সারাদিনের ভোট আপডেট

Newest First Oldest First
8:03 PM, 16 Dec

ঝাড়খণ্ডে দিনের শেষে ভোট পড়ল গড়ে ৬২.৫ শতাংশ।
2:16 PM, 16 Dec

দুপুর ১টা পর্যন্ত ঝাড়খণ্ডে ১৫টি বিধানসভা কেন্দ্রে গড়ে ৪৪.৭৪ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
12:22 PM, 16 Dec

ঝাড়খণ্ডে সকাল ১১টা পর্যন্ত ১৫টি বিধানসভায় গড়ে ভোট পড়ল ২৮.৫৬ শতাংশ।
9:58 AM, 16 Dec

রাহুল গান্ধীর করা 'রেপ ইন ইন্ডিয়া' মন্তব্যের বিষয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করল ঝাড়খণ্ডের প্রধান নির্বাচনী আধিকারিকের থেকে
9:56 AM, 16 Dec

সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১১.৮৫ শতাংশ
8:42 AM, 16 Dec

ভোট শুরুর পর ধানবাদের একটি ভোট কেন্দ্রের ছবি
7:52 AM, 16 Dec

সাধারণ মানুষের কাছে ভোটাধিকার প্রয়োগের আহ্বান মোদীর
7:06 AM, 16 Dec

ঝাড়খণ্ডে চতুর্থদফার নির্বাচনে ধানবাদের একটি বুথের ছবি
7:05 AM, 16 Dec

দেওঘরের একটি বুথে চলছে মকপোল
12:33 AM, 16 Dec

তবে অন্যদিকে আগামী ২০ তারিখ অর্থাৎ শুক্রবার পঞ্চম দফার যে ১৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে, সেখানে জোরকদমে প্রচার চলছে। প্রত্যেকেই নিজের মতো করে ভোটারদের দলে টানার চেষ্টা করেছেন। এখন দেখার মানুষ নিজেদের নেতা হিসেবে কাদের বেছে নেয়।
12:32 AM, 16 Dec

ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচন আধিকারিক বিনয় কুমার চৌবে জানিয়েছেন, ভোট কর্মীদের ইতিমধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। রবিবার বিকেলের মধ্যেই যে যার ভোটকেন্দ্রে পৌঁছে গিয়েছেন। রাজ্য পুলিশ ও আধাসেনা নিরাপত্তা ব্যবস্থার ওপর নজরদারি রাখছে। অশান্তি হতে পারে এমন এলাকা আঁচ করে সেখানে সেনা রুটমার্চ চলছে।
12:31 AM, 16 Dec

চতুর্থ দফায় ঝাড়খন্ডে মোট ১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পাঁচটি কেন্দ্র মাওবাদী অধ্যুসিত। যার ফলে এই কেন্দ্রগুলিতে সকাল ৭ টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। বাকী ১০ টি কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

English summary
Jharkhand Assembly Elections 2019 : Live updates of 4th phase polling in 15 seats in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X