For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের এক্সিট পোল : বিজেপির জন্য খারাপ খবরের ভবিষ্যদ্বাণী

  • |
Google Oneindia Bengali News

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের পাঁচ দফা ভোট পর্ব সাঙ্গ হওয়ার পরে এদিন বিকেলে প্রকাশিত হবে ভোট পরবর্তী সমীক্ষার ফলাফল। এদিন সবমিলিয়ে মোট ১৬টি কেন্দ্রে শেষ দফায় ভোটগ্রহণ হচ্ছে। পাঁচটি কেন্দ্রে বিকেল ৩টের মধ্যেই ভোট পর্ব সাঙ্গ হবে। বাকী ১১টি কেন্দ্রে ভোট হবে বিকেল পাঁচটা পর্যন্ত। তা মিটলেই তারপরই এক্সিট পোলের সম্ভাব্য ফলাফল প্রকাশ করা হবে। একনজরে এক্সিট পোলের সমস্ত আপডেট দেখুন এখানে।

LIVE ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের এক্সিট পোল ফলাফল একনজরে

Newest First Oldest First
9:24 PM, 20 Dec

টাইমস নাও-এর সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ২৮টি, কংগ্রেস ১৬, জেএমএম ২৩, আরজেডি ৫, জেভিএম ৩ এবং অন্যরা ৬টি
8:18 PM, 20 Dec

ঝাড়খণ্ডে সরকার গড়তে পারে হেমনেত সোরেনের নেতৃত্বাধীন জোট, পেতে পারে ৩৭ থেকে ৪৯ টি আসন, বিজেপি পেতে পারে ২৫ থেকে ৩০টি আসন
7:43 PM, 20 Dec

অন্যদিকে ঝাড়খণ্ড বিকাশ মোর্চা ২-৪ ও এজেএসইউ ১-৫টি আসন পেতে পারে। অন্যান্যরা ৪-৭টি ভোট পেতে পারে বলে ইন্ডিয়া টুডে সমীক্ষা বলছে।
7:41 PM, 20 Dec

ইন্ডিয়া টুডে সমীক্ষা বলছে ঝাড়খণ্ডে বিজেপি ২২-৩২টি আসন পাবে। অন্যদিকে কংগ্রেসের জোট ৩২-৫০টি আসন পেতে পারে।
7:19 PM, 20 Dec

আইএএনএস-সি ভোটার সমীক্ষা বলছে, ঝাড়খণ্ডে বিজেপি ৩২টি আসন পেতে পারে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-কংগ্রেস-আরজেডি জোট পেতে পারে ৩৫টি আসন।
6:50 PM, 20 Dec

রঘুবর দাস, বাবুলাল মারান্ডি, হেমন্ত সোরেনের ভাগ্যে কী হয় তার আভাস এদিনের সমীক্ষার ফলাফলে কিছুটা উঠে আসবে।
6:48 PM, 20 Dec

ঝাড়খণ্ড নির্বাচনে এবারের এক্সিট পোলে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করা হচ্ছে। মাও অধ্যুসিত এলাকায় অনেক বেশি সতর্ক হয়ে কমিশন ভোট করিয়েছে।
5:33 PM, 20 Dec

সন্ধ্যা ৬টা থেকেই একের পর এক সংস্থা বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করবে বলে জানা গিয়েছে। সেই ফলাফলই আভাস দেবে ফের একবার ঝাড়খণ্ডের মসনদে বিজেপির শাসন কায়েম হবে, নাকি নতুন কোনও দল ঝাড়খণ্ডে শাসন ক্ষমতা ছিনিয়ে নেবে।
5:31 PM, 20 Dec

ঝাড়খণ্ডে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে শেষ দফার নির্বাচন। এবার পালা ফলাফলের। তবে তার আগে এক্সিট পোল প্রকাশিত হবে বিভিন্ন বড় সংবাদ সংস্থার।
1:11 PM, 20 Dec

ভোট উপলক্ষ্যে ভোট কর্মী ও আধিকারিক সকলেই একদিন, এমনকী দিন দুয়েক আগেও কোনও কোনও ভোটকেন্দ্রে পৌঁছে গিয়েছেন। ফলে সকলে মিলে সামগ্রিকভাবে ভোট সফল করার চেষ্টা করেছেন।
1:11 PM, 20 Dec

ঝাড়খণ্ডের প্রতিটি দফার ভোটেই মাওবাদী অধ্যুসিত এলাকায় ভোটগ্রহণ হয়েছে। যার ফলে অতিরিক্ত সতর্কতা নিতে হয়েছে নির্বাচন কমিশনকে। সকাল ৭টায় ভোট শুরু করে বিকেল ৩টের মধ্যে তা শেষ করে ফেলতে হয়েছে।
1:11 PM, 20 Dec

ঝাড়খণ্ডে মোট পাঁচ দফায় ভোট হয়েছে ৮১টি আসনে। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনও দল বা জোটকে পেতে হবে অন্তত ৪২টি আসন।

English summary
Jharkhand Assembly Elections 2019 : Get Exit Poll results in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X