For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়খণ্ড বিধানসভা ভোট ২০১৯: প্রথম দফার ভোটগ্রহণে ৬২.৮৭ শতাংশ ভোট পড়ল

  • |
Google Oneindia Bengali News

সকাল থেকেই রাঢ়ভূমি ঝাড়খণ্ড নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব নির্বিঘ্নে শুরু হলেও তা পরবর্তী কালে হিংসার রূপ নিতে শুরু করে। প্রথম পর্যায়ের নির্বাচন হচ্ছে নকশাল অধ্যুষিত এলাকাতেও। যার মধ্যে রয়েছে লাতেহার, লোহারডাগা, চাত্রা, গুমলা, মানিকা, পাঙ্কি এবং ডালটনগঞ্জ। প্রথম পর্যায়ের ১৩ আসনের মধ্যে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে ১২ টি আসনে। হোসেনাবাদ আসনে বিজেপি সমর্থন করছে নির্দলীয় বিনোদ সিংকে। অন্যদিকে বিরোধী জেএমএম, কংগ্রেস এবং আরজেডি প্রতিদ্বন্দ্বিতা করছে যথাক্রমে চার, ছয় এবং তিনটি আসনে। প্রসঙ্গত, এদিন সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোচগ্রহণ পর্ব। ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৩ টেয়ে।

LIVE  ঝাড়খণ্ড বিধানসভা ভোট ২০১৯: বিজেপি-কংগ্রেস উত্তেজনা পালামৌতে

Newest First Oldest First
4:40 PM, 30 Nov

লোহারডগায় ভোট শেষ হতেই নিয়ে শুরু হল ইভিএম সিলিং এর কাজ।
4:39 PM, 30 Nov

প্রথম দফার ভোটগ্রহণে ৬২.৮৭ শতাংশ ভোট পড়ল । আর তার সঙ্গেই দুপুর ৩ টেয়ে শেষ হয় এই নির্বাচনের প্রথম দফার ভোট।
2:59 PM, 30 Nov

পালামৌতে বিজেপি-কংগ্রস সংঘর্ষ ঘিরে উত্তেজনার মাঝেই বন্দুক হাতে এগিয়ে গেলেন কংগ্রেস নেতা কে এন ত্রিপাঠি। এর আগে তাঁকে ভোটকেন্দ্রে ঢোকা থেকে আটকানোর অভিযোগ রয়েছে বিজেপি সমর্থকদেক বিরুদ্ধে।
2:02 PM, 30 Nov

ডালটনগঞ্জে বিজেপি-কংগ্রেস সংঘর্ষ ছোট ঘটনা বলে দাবি করলেন এলাকার রিটার্নিং অফিসার।
1:51 PM, 30 Nov

ঝাড়খণ্ডের প্রথম দফার ভোট গ্রহণে দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৪৮.৮৩ শতাংশ।
1:50 PM, 30 Nov

ঝাড়খণ্ডের প্রথম দফার ভোট গ্রহণে দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৪৮.৮৩ শতাংশ।
12:34 PM, 30 Nov

ছাতরা এলাকায় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ।
12:33 PM, 30 Nov

ঝাড়খণ্ড নির্বাচনের প্রথমদফা চলাকালীন পালামৌতে কংগ্রেস বনাম বিজেপির সংঘর্ষ শুরু হয়। সেখানে কংগ্রেস প্রার্থীকে ভোট গ্রহ কেন্দ্রে প্রবেশ থেকে আটকাতে যান বিজেপি কর্মীরা বলে অভিযোগ কংগ্রেসের। তার থেকেই শুরু হয় বচসা। যা উত্তেজনার চেহারা নেয়।
12:15 PM, 30 Nov

ঝাড়খণ্ডে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৭.৪১ শতাংশ
10:50 AM, 30 Nov

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় মোট পাঁচটি দফায় ঝাড়খণ্ডে ভোটগ্রহণ পর্ব শুরু হবে । প্রথম দফার পর দ্বিতীয় দফা হবে ৭ ডিসেম্বর, তৃতীয় দফা হবে ১২ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর হবে চতুর্থ দফা, ২০ ডিসেম্বর হবে পঞ্চম দফার ভোট। ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে ভোটের ফলাফল।
10:49 AM, 30 Nov

ঝাড়খণ্ড নির্বাচনের প্রথম দফায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৭.১২ শতাংশ।
10:45 AM, 30 Nov

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে মাওবাদী হামলার ঘটনার আগে টুইট অমিত শাহের। মাওবাদ মুক্ত ঝাড়খণ্ড গড়ার ডাক দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
10:00 AM, 30 Nov

আজকের নজরকাড়া তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন, ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী রামচন্দ্র চন্দ্রবংশী। এন্যদিকে রয়েছে, পিসিসি প্রেসিডেন্ট ও প্রাক্তন আইপিএস অফিসার রামেশ্বর ওরাঁও।
9:59 AM, 30 Nov

এই নির্বাচনে মোট ৩৯০৬টি পোলিং স্টেশন রয়েছে। যার মধ্যে ৯৮৯ টি ভোটগ্রহণ কেন্দ্রে রয়েছে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা।
9:57 AM, 30 Nov

চূড়ান্ত সতর্কতায় এদিন চলছে ঝাড়খণ্ড নির্বাচনের ভোটগ্রহণ।
9:53 AM, 30 Nov

সকলকে ভোটদানের জন্য আহ্বান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের। প্রসঙ্গত ,বিজেপির তরফে রঘুবর দাসকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরা হয়েছে।
9:50 AM, 30 Nov

ঝাড়খণ্ডের লোহারডগায় আজ সকাল থেকেই চলছে ভোটগ্রহণ পর্ব।
9:49 AM, 30 Nov

ঝাড়খণ্ডের গুমলায় বিষ্ণুপুরের কাছে একটি ব্রিজ আজ ভোটগ্রহণ চলাকালীন উড়িয়ে দেয় মাওবাদীরা।

English summary
Jharkhand Assembly Elections 2019 First Phase Live update.First Phase Election in 13 constituencies starts in Jharkhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X