For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচ দফায় ভোটগ্রহণ, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ কমিশনের

  • |
Google Oneindia Bengali News

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ঝাড়খণ্ডের ৮১ টি আসনে পাঁচ দফায় ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল অরোরা। ভোটগ্রহণ শুরু হবে ৩০ নভেম্বর এবং ৫ দফা ভোট শেষে ফলাফল ঘোষণা হবে ২৩ ডিসেম্বর।

ঝাড়খণ্ড বিদানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ কমিশনের

প্রথম দফা নির্বাচন হবে ৩০ নভেম্বর। দ্বিতীয় দফা হবে ৭ ডিসেম্বর। তৃতীয় দফা ভোট হবে ১২ ডিসেম্বর। চতুর্থ দফার ভোট ১৬ ডিসেম্বর এবং পঞ্চম তথা শেষ দফার ভোট হবে ১৯ ডিসেম্বর। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানানো হয়েছে।

ঝাড়খণ্ডের প্রায় সব জেলায় মাওবাদী প্রভাব রয়েছে। ১৯টি জেলার মধ্যে ১৩টিতে এই প্রভাব অনেক বেশি বলে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন। আর সেজন্যই ঝাড়খন্ডে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে বিশেষ সেনা নামানো হবে।

এদিন থেকেই ঝাড়খণ্ডে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল। প্রথম দফায় ১৩টি আসনে ভোটগ্রহণ হবে। এরপরে দ্বিতীয় দফায় ৭ ডিসেম্বর ২০টি আসনে ভোটগ্রহণ হবে। ১২ ডিসেম্বর তৃতীয় দফায় ২৭টি আসনে এবং ১৬ ডিসেম্বর চতুর্থ দফায় ১৫টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ১৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে ঝাড়খন্ডে।

ঝাড়খন্ডের মোট ৮১ টি আসনের মধ্যে ৬৭টি আসনই মাও হিংসার কবলে রয়েছে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। আর সেজন্যই ঝাড়খণ্ড নির্বাচনে সেনা দিয়ে ভোট করাতে চলেছে কমিশন। ঝাড়খন্ডে মোট ভোটার ২ কোটি ২৬ লক্ষ জন।

English summary
Jharkhand Assembly Elections 2019 : 5 phase election date declared by ECI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X