For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পকোড়া কিনতে চান? সঙ্গে প্যান কার্ড আছে তো? নজিরবিহীন প্রতিবাদ স্বর্ণ ব্যবসায়ীদের!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

সুরাট, ১ এপ্রিল : সোনার ব্যবসা ছেড়ে এবার তেলেভাজা এবং ফল-সবজি বিক্রি করতে বসলেন গুজরাতের সুরাতের স্বর্ণব্যবসায়ীরা। এবং তাদের দাবি, ১০ টাকার বেশি লেনদেন করতে গেলে দেখাতে হবে প্যান কার্ড।

আপনি যদি ভেবে থাকেন এপ্রিল ফুল দিবসে এটা কোনও মশকরা বা ভুয়ো মজাদার প্রতিবেদন তাহলে আপনারা সত্যিই ভুল ভাবছেন। আসলে এ হল সুরাটের স্বর্ণব্যবসায়ীদের অভিনব প্রতিবাদ। আপনার মনে হতে পারে ১০ টাকার সবজি কিনতে প্যান কার্ড দেখার দাবি হাস্যকর। আর ঠিক এই বার্তাটাই দিতে চাইছেন প্রতিবাদে সামিল এই স্বর্ণব্যবসায়ীরা। [সিঙাড়া-জিলিপি বিলাসিতা বিহারে? ১৩.৫ শতাংশ কর বসালো নীতিশ সরকার!]

পকোড়া কিনতে চান? সঙ্গে প্যান কার্ড আছে তো? নজিরবিহীন প্রতিবাদ স্বর্ণ ব্যবসায়ীদের!

কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২ লক্ষ টাকার গয়নার লেনদেনে প্যান কার্ড বাধ্যতামূলক করার ঘোষণাটা ঠিক একইভাবে হাস্যকর এই স্বর্ণব্যবসায়ীদের কাছে। একইসঙ্গে তাদের ক্ষোভ যেই গহনাগুলি রূপোর নয় তার উপর কেন্দ্র অতিরিক্ত ১ শতাংশ শুল্ক আরোপ করায়।

সঙ্গে তারা বিক্রি করছেন শুল্ক মুক্ত চা-ও।

এই প্রতিবাদ-বিক্ষোভ একদিনের নয়। গুজরাতের এবং অন্যান্য একাধিক রাজ্যে ব্যবসায়ীরা প্রায় একমাস ধরে নানাভাবে প্রতিবাদ-বিক্ষোভ চালাচ্ছেন। তার বড় কারণ হল, সরকারের নানা প্রস্তাব ও ঘোষণায় ধাক্কা খেতে শুরু করেছে তাদের ব্যবসা। আর তারই প্রতিবাদ এভাবে দেখালো সুরাতের বারদোলির ব্যবসায়ীরা।

তাহলে আপনি যদি গুজরাতে থাকেন এবং পছন্দের পকোড়া কিনতে যান, দেখে নেবেন পকেটে প্যান কার্ডটা আছে তো?

English summary
Jewellers stage protest: Want pakoras? Show PAN card first
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X