For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, ২০১৬-র জুন থেকে বাড়ল ৬৯. ৫০ টাকা

ফের রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি। একইসঙ্গে বিমানের জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে। বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধি প্রায় ৬ শতাংশ।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

ফের রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি। একইসঙ্গে বিমানের জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে। বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধি প্রায় ৬ শতাংশ।

 ফের রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, ২০১৬-র জুন থেকে বাড়ল ৬৯. ৫০ টাকা

বিমানের জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে প্রায় ছয় শতাংশ। অগাস্ট থেকে এনিয়ে তৃতীয়বার মূল্যবৃদ্ধি। এর আগে সেপ্টেম্বরের এক তারিখে বিমানের জ্বালানির দাম বৃদ্ধি হয়েছিল প্রায় ৪ শতাংশ।

 ফের রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, ২০১৬-র জুন থেকে বাড়ল ৬৯. ৫০ টাকা

পয়লা অক্টোবর থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু মূল্য বৃদ্ধি হয়েছে ১.৫০ টাকা। তবে এর আগেই সরকারি নির্দেশিকায় জানানো হয়েছিল এলপিজির দাম সিলিন্ডার পিছু মাসে ৪ টাকা বাড়বে। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৩১ জুলাই লোকসভায় জানিয়েছিলেন, তেল কোম্পানিগুলিকে প্রতি মাসে সিলিন্ডার পিছু ৪ টাকা মূল্যবৃদ্ধি করতে বলা হয়েছে। ২০১৮-র মার্চে ভর্তুকি ব্যবস্থা তুলে দিতেই সরকারি এই পদক্ষেপ।

মূল্য বৃদ্ধির আগে দিল্লিতে ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য ছিল ৪৮৭.১৮ টাকা। এখন তা দাঁড়িয়েছে ৪৮৮.৬৮ টাকা। এর আগে সেপ্টেম্বরে এলপিজি সিলিন্ডারে সবমিলিয়ে ৭ টাকা মূল্যবৃদ্ধি হয়েছিল।

গত বছরের জুন থেকে প্রতিমাসে এলপিজি সিলিন্ডারের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৬-র জুনে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ছিল ৪১৯.১৮ টাকা। এখন যা ৪৮৮.৬৮ টাকা। এই সময়ের মধ্যে এলপিজির দাম বৃদ্ধি ৬৯.৫০ টাকা।

ভর্তুকি বিহীন এলপিজি সিলিন্ডারের দামও বৃদ্ধি পেয়েছ ১.৫০ টাকা। এই মুহুর্তে যার দাম ৫৯৯ টাকা। গত সেপ্টেম্বরে ভর্তুকি বিহীন সিলিন্ডার পিছু মূল্য বৃদ্ধি হয়েছিল ৭৩.৫০ টাকা।

English summary
Jet fuel price hiked by 6%, LPG costlir by Rs. 1.50 a cylinder. This is the third consecutive monthly hike in ATF price, the last being by 4 percent. LPG price was also hiked by Rs. 1.50 per cylinder in line with the govt decision to raise rates every month.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X