For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্তব্যরত বিমানসেবিকাদের শ্লীলতাহানি, অভিযুক্ত ১ বিমানযাত্রী

জেট এয়ারওয়েজের মুম্বই থেকে নাগপুরগামী বিমানে ২ বিমানসেবিকার শ্লীলতাহানি হয় বলে অভিযোগ। বিমানে সফররত ২৩ বছর বয়সী আকাশ গুপ্তা নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি : জেট এয়ারওয়েজের বিমানে ২ কর্তব্যরত বিমানসেবিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযোগ মুম্বই থেকে নাগপুরগামী বিমানে এক যাত্রীর হাতে নিগৃহীতা হন দুই বিমানসেবিকা। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায় বিমানযাত্রীদের মধ্যে।[বিমানে শ্লীলতাহানির শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী!]

জেট এয়ারওয়েজের বিমান ৯এস২৪৪৬০ -তে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে যায় বলে অভিযোগ। এবিষয়ে বিমানের ক্যাপ্টেনের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়।[মাঝ আকাশে অভব্য আচরণ করলেই অভিনব শাস্তির ব্যবস্থা বিমানে]

কর্তব্যরত বিমানসেবিকাদের শ্লীলতাহানি, অভিযুক্ত ১ বিমানযাত্রী

জানা গিয়েছে, বিমানে সফররত আকাশ গুপ্তা নামে এক ২৩ বছর বয়সী ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযুক্ত ব্যক্তি ,বিমানটির ৪১ই নম্বর সিটে যাত্রা করছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিমানসেবিকাদের শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত আকাশ গুপ্তা মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গিয়েছে।[Viral Video: "আমি মেয়ে? আর তাই আপনার অধিকার আছে যখন ইচ্ছে যেখানে খুশি আমায় ছোঁয়ার?"]

অভিযুক্তকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ -এর হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সিআইএসএফ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয় । প্রসঙ্গত, ওই অভিযুক্ত বিমানে মদ্যপ অবস্থায় থাকায় আপত্তি তোলেন বিমানসেবিকারা । তারপরই তাঁদের সঙ্গে অভিযুক্ত আকাশ দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। উল্লেখ্য এর আগেও বিমানসেবিকাদের ওপর এধরনের ঘটনা ঘটবার বহু অভিযোগ উঠেছে।[ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছি : সোনম কাপুর]

English summary
In yet another horrific incident, two air hostesses of Jet Airways flight no.9S24460 were allegedly molested by passengers on board Jet Airways Mumbai-Nagpur flight.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X