For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমান আকাশে উঠতেই রক্তাক্ত ৩০ যাত্রী, মুম্বই-এ জরুরি অবতরণ জেট-এর বিমানের

বিমান আকাশে উঠতেই রক্তার্ত হলেন ৩০ যাত্রী। মুহূর্তের মধ্যে তাঁদের নাক-কান দিয়ে রক্ত বেরিয়ে আসতে থাকে।

Google Oneindia Bengali News

বিমান আকাশে উঠতেই রক্তার্ত হলেন ৩০ যাত্রী। মুহূর্তের মধ্যে তাঁদের নাক-কান দিয়ে রক্ত বেরিয়ে আসতে থাকে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা মুম্বই থেকে জয়পুর যাওয়ার উড়ানে। জেট এয়ারওয়েজের ৯ডবলু ৬৯৭ -এর এই উড়ানে ১৬৬ জন যাত্রী ছিলেন। কিন্তু, বিমান টেক-অফ করতেই দেখা যায় ৩০ জন যাত্রীর নাক-কান দিয়ে রক্ত বেরিয়ে আসছে। যদিও, কারও কারও মতে এই সংখ্য়াটা ৩০-এরও বেশি।

জেট এয়ারওয়েজে মাঝ-আকাশে রক্তাক্ত ঘটনা

যাত্রীদের এমন রক্তাক্ত হতে দেখে সঙ্গে সঙ্গে বিমানটিকে ফের মুম্বই বিমানবন্দরে অবতরণ করান পাইলট। শুধু নাক-কান দিয়ে রক্ত বেরিয়ে আসা নয়, বহু যাত্রী প্রবল মাথা যন্ত্রণারও অভিযোগ জানাতে থাকেন। অক্সিজেন মাস্ক দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাও চলে।

জানা যায় এক বিমান কর্মী টেক-অফ-এর সময় কেবিন প্রেসারের ভারসাম্য বজায় রাখার সুইচ-ই অন করতে ভুলে গিয়েছিলেন। যার জেরে অক্সিজেনের অভাবে বহু যাত্রী অসুস্থ হয়ে পড়েন। মুম্বই বিমানবন্দরে অবতরণের পরই অসুস্থ হয়ে পড়া যাত্রীদের চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা।

[আরও পড়ুন:অক্সিজেনের অভাবে মাঝ-আকাশে আতঙ্কিত যাত্রীরা, তারপর কী হল, দেখুন ভিডিও][আরও পড়ুন:অক্সিজেনের অভাবে মাঝ-আকাশে আতঙ্কিত যাত্রীরা, তারপর কী হল, দেখুন ভিডিও]

মুম্বই বিমানবন্দরে অবতরণের পরই অভিযুক্ত বিমানকর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকী, দুই পাইলটকেও কাজ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আপাতত এইি ঘটনায় তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন অসামরিক বিমান পরিবহণের ডিরেক্টর জেনারেল। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তদন্তও শুরু করেছে। ডিজিসিএ- থেকে জানানো হয়েছে এক বিমান কর্মী কেবিন প্রেসারের সুইচ অন করতে ভুলে গিয়েছিলেন। যার জেরে এমন মারাত্মক ঘটনা ঘটে।

[আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে লড়াই! উপায় বাতলে দিলেন অমিত শাহ][আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে লড়াই! উপায় বাতলে দিলেন অমিত শাহ]

ঘটনায় দুঃখপ্রকাশ করেছে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে জানানো হয় বোয়িং ৭৩৭ নিরাপদেই মুম্বই বিমানবন্দরে অবতরণ করে এবং সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। সকলেই বিমান থেকে নামিয়ে টার্মিনালেও নিয়ে যাওয়া হয়। সেখানে সকলকে ফার্স্ট-এইড দেওয়া হয়। তবে, জেট এয়ারওয়েজ গোটা ঘটনাকেই অত্যন্ত ছোট করে দেখানোর চেষ্টা করেছে। তারা তাদের বয়ানে জানিয়েছে, 'মাত্র কিছু যাত্রী অসুস্থ ছিলেন। এরা কান ব্যাথা ও নাক দিয়ে রক্ত বের হওয়ার অভিযোগ করছিলেন।' জেটের এমন বয়ানে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে অনেকেই ইতিমধ্যে অসামরিক বিমান পরিবহণের বিভিন্ন কর্তৃপক্ষকে ইমেলও করেছেন। জয়পুর যেতে চাওয়া যাত্রীদের অন্য বিমানে আসনের ব্যবস্থা করে দেওয়া হয়।

[আরও পড়ুন: গরু জাতীয় 'মাতা'! বিধানসভায় প্রস্তাব পাশ মোদীর দল শাসিত রাজ্যে][আরও পড়ুন: গরু জাতীয় 'মাতা'! বিধানসভায় প্রস্তাব পাশ মোদীর দল শাসিত রাজ্যে]

English summary
Jet Airways flight returns to Mumbai Airport after take off in the morning. A crew allegedly forgot to on the switch for maintains cabin pressure.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X