For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঈশ জঙ্গিরা জলের তলা দিয়ে হামলার ট্রেনিং নিচ্ছে, এদেশে এলে বেঁচে ফিরবে না, হুঙ্কার নৌসেনা প্রধানের

ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিং জানিয়েছেন, তাঁদের কাছে খবর রয়েছে যে জঈশ-ই-মহম্মদ জঙ্গিরা জলের নিচ থেকে হামলার ট্রেনিং নিচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিং জানিয়েছেন, তাঁদের কাছে খবর রয়েছে যে জঈশ-ই-মহম্মদ জঙ্গিরা জলের নিচ থেকে হামলার ট্রেনিং নিচ্ছে। এমনই ইন্টেলিজেন্স ইনপুট তাঁদের কাছে এসেছে। যদিও এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে, ভারতীয় নৌসেনা পুরোপুরি সজাগ রয়েছে। এবং এই ধরনের কোনও ঘটনা তাঁরা ঘটতে দেবেন না।

নৌসেনা প্রধানের হুঁশিয়ারি

নৌসেনা প্রধানের হুঁশিয়ারি

নৌসেনা প্রধান বলেন, আমরা ইন্টেলিজেন্স ইনপুট পেয়েছি যে জঙ্গিরা জলের তলা দিয়ে যাতে হামলা চালানো যায় তার প্রশিক্ষণ নিচ্ছে। তবে আমরা তৈরি রয়েছি এবং কড়া নজর রাখছি। আমি আমজনতাকে ভরসার সঙ্গে বলতে চাই যে, এমন যেকোনও ধরনের হামলাকে আমরা আটকে দেব।

নিরাপত্তা জোরদার

নিরাপত্তা জোরদার

অ্যাডমিরাল জানিয়েছেন, ২০০৮ সালে মুম্বই হামলার পর উপকূল নিরাপত্তার বিষয়টি আরও জোরদার হয়েছে। এবং উপকূলের নিরাপত্তা দায়িত্বে রয়েছেন নৌসেনার অধিকারিকেরা। এর পাশাপাশি রাজ্য সরকার ও অন্যান্য নিরাপত্তা সংস্থা বলয়কে আরও মজবুত করেছে। ফলে সমুদ্রপথে অনুপ্রবেশের কোনও সম্ভাবনা নেই।

বায়ুসেনা প্রধানের গলায়ও একই সুর

বায়ুসেনা প্রধানের গলায়ও একই সুর

এর আগে গত মঙ্গলবার ভারতীয় বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া জানিয়েছিলেন, ভারতীয় বায়ুসেনা সতর্ক রয়েছে এবং যে কোনও ধরনের পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রেখেছে।

English summary
JeM terrorist is training underwater attack training and Indian Navy is on alert, says Navy chief Karambir Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X