For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঈশ জঙ্গিরা ফের হামলা চালাতে পারে, এবার নিশানায় বাণিজ্য নগরী, গোপন রিপোর্ট ইন্টেলিজেন্সের

জঈশ জঙ্গিদের পরবর্তী হামলা হতে পারে মুম্বই। এমন রিপোর্ট জানিয়ে সতর্ক করল ভারতের ইন্টেলিজেন্স।

  • |
Google Oneindia Bengali News

জঈশ জঙ্গিদের পরবর্তী হামলা হতে পারে বাণিজ্যনগরী মুম্বই। এমন রিপোর্ট জানিয়ে সতর্ক করল ভারতের ইন্টেলিজেন্স। পাকিস্তানে জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদ জম্মু ও কাশ্মীরে গত কয়েক বছরে বারবার নাশকতা তৈরির চেষ্টা করেছে। বারবার সেনা, নিরীহ মানুষের ওপর হামলা চালিয়েছে। বহু লোককে হত্যা করেছে। এবার সেই জঙ্গিরাই মুম্বইয়ে হামলার পরিকল্পনা করছে বলে ইন্টেলিজেন্স সূত্রে জানা গিয়েছে।

ইমরানের হুমকি

ইমরানের হুমকি

মঙ্গলবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে মন্তব্য করতে গিয়ে বলে বসেন, কাশ্মীরের এই ঘটনার ফলে পুলওয়ামার মতো ঘটনা আরও বাড়বে। তারই এক দিনের মধ্যে ইন্টেলিজেন্স রিপোর্ট দিয়েছে হামলার।

জঙ্গি রয়েছে পাকিস্তানে

জঙ্গি রয়েছে পাকিস্তানে

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সেদেশের সংবাদ মাধ্যমের সামনে ইমরান খান স্বীকার করে এসেছিলেন তাঁদের দেশে এখনও জঙ্গি সংগঠনগুলি সক্রিয় রয়েছে। জঙ্গিরা সেখানে রয়েছে। তারপর তিনি ভারতকে হুমকি দিতে গিয়ে পুলওয়ামার ঘটনা উত্থাপন করেছেন।

জঙ্গিদের কাজে লাগাবে পাকিস্তান

জঙ্গিদের কাজে লাগাবে পাকিস্তান

মনে করা হচ্ছে ফের পাকিস্তানে জঙ্গি সংগঠনগুলিকে কাজে লাগিয়ে ভারতে নাশকতার ছক কষা হতে পারে। ইন্টেলিজেন্স সূত্রে খবর, জঈশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের ছোট ভাই আজহার ইতিমধ্যে রাওয়ালপিন্ডি থেকে বৈঠক করে পাক অধিকৃত কাশ্মীরে চলে গিয়েছে। সেখান থেকেই জঙ্গিদের পাঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলিতে পাঠানো হচ্ছে।

মুম্বইয়ে হতে পারে হামলা

মুম্বইয়ে হতে পারে হামলা

মনে করা হচ্ছে বড় কোনও জায়গায় পাকিস্তানি জঙ্গিরা হামলা চালাতে পারে। যার ফলে মুম্বইয়ের নাম উঠে এসেছে। ইন্টেলিজেন্স জানিয়েছে জঙ্গিরা ৩ জনের একটি দল তৈরি করেছে। যাদের দিয়ে মুম্বইয়ে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে লোকাল স্লিপার সেলগুলিকেও কাজে লাগানো হচ্ছে বলে খবর।

সর্বত্র সতর্কতা

সর্বত্র সতর্কতা

পাকিস্তান কাশ্মীর ইস্যুতে ফের একবার অশান্তির চেষ্টা করতে পারে। তা ভারতের ইন্টেলিজেন্স আগে থেকেই আন্দাজ করেছিল। সেজন্যই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ইতিমধ্যে কাশ্মীরে গিয়ে প্রতিমুহূর্তের আপডেট খুঁটিয়ে দেখছেন। এবং সেখান থেকে রিপোর্ট পাঠাচ্ছেন। ফলে সবমিলিয়ে সব জায়গার নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে খবর।

English summary
JeM terrorist could target Mumbai and other parts of India after Kashmir scraps article 370, warns intelligence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X