For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উৎসবের মরশুমে রাজধানী দিল্লিতে জারি সতর্কতা! পাকিস্তানের বড়সড় ছক ফাঁস

  • |
Google Oneindia Bengali News

রাজধানী দিল্লির বুকে বড়সড় নাশকতা ঘটাতে কয়েকদিন আগেই কাশ্মীরে অনুপ্রবেশ করে কয়েকজন জঙ্গি। আর সেই অনুপ্রবেশকারীরে এই মুহূর্তে দিল্লিতে। এমন তথ্য ভারতীয় গোয়েন্দা বিভাগের হাতে আসতেই দিল্লি জুড়ে জারি হয়েছে সতর্কতা। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি শিবির জইশের জঙ্গিরা দিল্লিতে নাশকতা ঘটানোর বড়সড় ছকে রয়েছে বলে খবর।

রাজধানী দিল্লির বুকে বড়সড় নাশকতা ঘটাতে কয়েকদিন আগেই কাশ্মীরে অনুপ্রবেশ করে কয়েকজন জঙ্গি। আর সেই অনুপ্রবেশকারীরে এই মুহূর্তে দিল্লিতে। এমন তথ্য ভারতীয় গোয়েন্দা বিভাগের হাতে আসতেই দিল্লি জুড়ে জারি হয়েছে সতর্কতা। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি শিবির জইশের জঙ্গিরা দিল্লিতে নাশকতা ঘটনোর বড়সড় ছকে রয়েছে বলে খবর।

প্রসঙ্গত, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশের বড়সড় ছক কষেছে পাকিস্তান। কাশ্মীরে বাধা পেয়ে রাজস্থান ও দক্ষিণের সামুদ্রিক পথ ঘুরে তামিলনাড়ু দিয়েও ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে গিয়েছে ইমরান সরকার। লক্ষ্য ছিল উৎসবের মরশুমে ভারতে নাশকতা ঘটানো। প্রসঙ্গত, দিল্লি, জম্মু, অমৃতসর, পাঠানকোট, জয়পুর, গান্ধনগর, কানপুরে সন্ত্রাসবাদী হামলার ছক রয়েছে জঙ্গিদের। এমনই তথ্য এসেছে ভারতীয় গোয়েন্দাদের তরফে। তারপর থেকেই প্রশাসনিক সতর্কতা জারি করা হয়েছে, বলে খবর।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে বারবার দিল্লির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে ইসলামাবাদ। বহুবার ইমরান সরকারের তরফে এসেছে পরমাণু যুদ্ধের হুমকি।তবে তাতে আমল না দিয়েই ভারত সাফ জানিয়েছে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এরপরেও রাষ্ট্রসংঘে ইমরানের বার্তা যেন জইশ ক্যাম্পের বুলিকেই মনে করিয়ে দিয়েছে। এমনই দাবি করেছেন বহু রাষ্ট্রবিজ্ঞানী।

English summary
JeM Operatives Planning Attack,Delhi on Alert.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X