For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাত মিলিয়েছে জঈশ-লস্কর, জঙ্গিদের টার্গেটে কোন হাই প্রোফাইলরা, সামনে চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট

নতুন একটি স্কোয়াড তৈরি করেছে আজহার যারা ভারতের সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী ও হাই প্রোফাইল মুখ্যমন্ত্রীকে টার্গেট করেছে।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের জঙ্গি দল জঈশ-ই-মহম্মদ নেতা মৌলানা মাসুদ আজহার ভারতে একের পর এক হামলা চালানোর চেষ্টা করে যাচ্ছে। নতুন একটি স্কোয়াড তৈরি করেছে আজহার যারা ভারতের সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী ও হাই প্রোফাইল মুখ্যমন্ত্রীকে টার্গেট করেছে।

হাত মিলিয়েছে জঈশ-লস্কর, জঙ্গিদের টার্গেটে কোন হাই প্রোফাইলরা, সামনে চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট

[আরও পড়ুন:ভারতে ফের বড় জঙ্গি হামলার ছক পাকিস্তানের, দেখুন কী বলছে ইন্টেলিজেন্স রিপোর্ট ][আরও পড়ুন:ভারতে ফের বড় জঙ্গি হামলার ছক পাকিস্তানের, দেখুন কী বলছে ইন্টেলিজেন্স রিপোর্ট ]

গত সপ্তাহে গোয়েন্দা বৈঠকে এই বিষয়ে বিস্তারিত সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। সূত্র বলছে, জঈশ-ই-মহম্মদের সঙ্গে লস্কর-ই-তৈবা হাত মিলিয়েছে। বাংলাদেশের একটি দলকে বেছে নেওয়া হয়েছে হামলার জন্য। এদের মধ্যে কেউ কেউ সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেও পড়েছে হামলার উদ্দেশে।

হাত মিলিয়েছে জঈশ-লস্কর, জঙ্গিদের টার্গেটে কোন হাই প্রোফাইলরা, সামনে চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট

গোয়েন্দা সূত্র বলছে, একজন মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হয়েছে। তিনি খুব কম নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ান। তাঁকে খতম করার চেষ্টা করতে পারে জঙ্গিরা। এই বিষয়ে ঢাকায় গোয়েন্দারা তল্লাশি চালান কিছু জায়গায়। তবে জঙ্গিদের নাগাল মেলেনি।

আজহারের ভাইপো তাহলা রশিদকে নিকেশ করার পরই প্রতিশোধ নিতে তৎপর হয়ে উঠেছে জঈশ। তালহাকে দিয়ে ভারতে বেশ কয়েকটি জঙ্গি হামলার ছক কষেছিল আজহার। তার মধ্যে ছিল পুলওয়ামায় পুলিশ লাইনে হামলা ও শ্রীনগর বিমানবন্দরে হামলা। তবে সেই ছক বানচাল হওয়ায় জঙ্গিরা মরিয়া হয়ে উঠেছে।

English summary
JeM and Lashkar-e-Taiba setting up special terrorist squad to target cabinet ministers and one of the Chief Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X