For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী মোদীর সফরকে বানচাল করতেই আত্মঘাতী হামলা! জম্মু ও কাশ্মীরের সুঞ্জওয়ানের ঘটনায় আটক ২ স্থানীয়

৩৭০ ধারা বাতিলের পরে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) প্রথম জম্মু ও কাশ্মীর (jammu and kashmir) সফর। সেই সফরকে বানচাল করতেই আত্মঘাতী বাহিনী (fidayeens ) হামলা চালায় বলে দাবি করেছেন রাজ্য পুলিশের এডিজি মুকেশ সিং। প

  • |
Google Oneindia Bengali News

৩৭০ ধারা বাতিলের পরে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) প্রথম জম্মু ও কাশ্মীর (jammu and kashmir) সফর। সেই সফরকে বানচাল করতেই আত্মঘাতী বাহিনী (fidayeens ) হামলা চালায় বলে দাবি করেছেন রাজ্য পুলিশের এডিজি মুকেশ সিং। প্রধানমন্ত্রীর সফরের আগে অনেক প্রাণহানি ঘটানোই উদ্দেশ্য ছিল বলেও জানিয়েছেন তিনি। এই হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুই স্থানীয়কে গ্রেফতার করেছে।

প্রধানমন্ত্রী সফর বানচাল করতেই হামলা

প্রধানমন্ত্রী সফর বানচাল করতেই হামলা

শুক্রবারের হামলায় নেতৃত্ব গিয়েছিল দুজন পুস্তু ভাষী জঙ্গি। এরা সীমান্তপারের কমান্ডারের সঙ্গে কথা বলতে পুলওয়ামার ত্রালের শফিক আহমেদ শেখের মোবাইল ফোন ব্যবহার করে। এছাড়াও শফিক আহমেদ শেখকে নির্দেশ দেওয়া হয়েছিল নিরাপত্তা বাহিনীর দুটি অবস্থানকে চিহ্নিত করতে। আর মৃত্যু সংখ্যা যতটা পারা যায় বেশি করে ভিভিআইপি সফরে বাধা দেওয়াই জঙ্গিদের উদ্দেশ্য ছিল।

পাকিস্তান কিংবা আফগানিস্তানের জঙ্গি

পাকিস্তান কিংবা আফগানিস্তানের জঙ্গি

দুই জঙ্গিই খুব সম্প্রতি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে বলেই মনে করছে নিরাপত্তা বাহিনী। সাম্বা থেকে একটি সবজির ট্রাকে তারা ওঠে। শফিক আহমেদ শেখ পুলিশকে জানিয়েছে, দুজনের কেউই কাশ্মীরি, হিন্দি কিংবা ডোগরি ভাষা জানে না। তারা পুস্তু ভাষায় কথা বলছিল। তাই মনে করা হচ্ছে জঙ্গিরা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া কিংবা আফগানিস্তানের হতে পারে। তবে জঙ্গি অনুপ্রবেশে ব্যাপারে আগেই গোয়েন্দারা সতর্ক করায় বড় কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন এডিজিপি মুকেশ সিং।

গ্রেফতার ২

গ্রেফতার ২

কারিগরি বিশ্লেষণের মাধ্যমে এখনও পর্যন্ত দুজনকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ত্রালের শফিক আহমেদ শেখ ছাড়াও এক আখরোট কারখানার মালিককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, শফিক আহমেদ শেখ জম্মুর একটি আখরোটের কারখানায় কাজ করে। আর এই ব্যক্তি যেথানে থাকতেন, তা ধৃত ইকবাল আবমেদের। সে জম্মুর জালালাবাদের দামহাল হানজিপোরার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, অনন্তনাগের কোকেরনাগ এলাকার বিলাল আহমেদ ওয়াগের একটি ট্রাক জঙ্গিরা ব্যবহার করেছিল।

পুলিশের দাবির সমর্থনে সিসিটিভি ফুটেজ

হামলার কয়েকদিন আগে শফিক আহমেদ শেখ কাশ্মীর থেকে আসে। ২১ এপ্রিল সাম্বার দিকে রওনা হওয়ার আগে ওই ট্রাকে দুই জঙ্গিকে তোলা হয়। ট্রাকের মধ্যে সবজির ক্রেটের আড়ালে ছিল দুই জঙ্গি। অন্যদিকে পুলিশ জানিয়েছে শফিক আহমেদ শেখের ভাই আসিফ আগে থেকেই একটি সিমকার্ড এবং মোবাইল কিনে রেখেছিল। সেখানে পাগল জামাত নামে একটি টেলিগ্রাম আইডিও তৈরি করেছিল আসিফ। সিসিটিভি ফুটেজে নজরদারিতেই সাম্বার দিকে গাড়ির গতিবিধি ধরা পড়েছে। এডিজিপি আরও জানিয়েছেন, এই ঘটনায় আগামী দিনে বেশ কয়েকজনকে গ্রেফতারের সম্ভাবনা রয়েছে।

গুয়াহাটি পুরসভার নির্বাচনে সুইপ বিজেপির, খালি 'হাত' কংগ্রেসের! মোদী-হিমন্তের ধন্যবাদ বার্তাগুয়াহাটি পুরসভার নির্বাচনে সুইপ বিজেপির, খালি 'হাত' কংগ্রেসের! মোদী-হিমন্তের ধন্যবাদ বার্তা

English summary
JeM fidayeens wants to scuttle PM Modi's Jammu & Kashmir visit two held for friday attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X