For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের হেভিওয়েট নেতার সঙ্গে মতবিরোধ, রাস্তা দেখালেন নীতীশ কুমার

দলের নেতা পবন কুমার ভার্মার চিঠির উত্তর দিলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। পবন ভার্মা দিল্লিতে বিজেপিকে দলের সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

  • |
Google Oneindia Bengali News

দলের নেতা পবন কুমার ভার্মার চিঠির উত্তর দিলেন জেডিইউ সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পবন ভার্মা দিল্লিতে বিজেপিকে দলের সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নীতীশ কুমার বলেছেন, তিনি ভার্মা মন্তব্য অবাক হয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, যদি তিনি চান, তাহলে দল থেকে বেরিয়ে যেতে পারেন।

অন্য দলে যেতে পারে, নেতাকে বললেন নীতীশ

অন্য দলে যেতে পারে, নেতাকে বললেন নীতীশ

বৃহস্পতিবার নীতীশ কুমার বলেন, যদি তিনি চান, তাহলে অন্য যে কোনও দলে যেতে পারেন তিনি। তাঁর আশীর্বাদ থাকবে। তিনি বলেন, তিনি(পবন ভার্মা তাঁকে সম্মান না করলেও, তিনি তাঁকে সম্মান করেন।

নীতীশ কুমারকে চিঠি

নীতীশ কুমারকে চিঠি

দিন দুয়ের আগে নীতীশ কুমারকে চিঠি লিখেছিলেন পবন ভার্মা। দিল্লিতে বিজেপির সঙঅগে জোট নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। নীতীশ কুমারকে লেখা চিঠিতে তিনি বলেছিলেন. বিজেপির নীতিগুলি দেশের স্বার্থের পক্ষে বিপজ্জনক। যা ভারতকে বিপজ্জনত জায়গায় নিয়ে যাচ্ছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, নীতীশ কুমার যখন মহাজোটের কথা বলেছিলেন, সেই সময় তিনিই আরএসএস মুক্ত ভারতের কথা বলেচিলেন।

নীতীশ কুমারের সঙ্গে ব্যক্তিগত কথা প্রকাশ্যে

নীতীশ কুমারের সঙ্গে ব্যক্তিগত কথা প্রকাশ্যে

পবন ভার্মা নীতীশ কুমারের সঙ্গে তাঁর ব্যক্তিগত সংলাপ প্রকাশ্যে এনেছেন। পবন ভার্মার দাবি নীতীশ কুমার বলেছিলেন বিজেপি তাঁকে হিউমিলিয়েট করেছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে কেন দিল্লিতে দল বিজেপি সমর্থন করছে, প্রশ্ন করেছিলেন তিনি। অকালি দল যেখানে সমর্থনের প্রশ্নে সরে যাচ্ছে সেই সময় জেডিইউ-এর সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওই নেতা।

চিঠির প্রাপ্তি স্বীকারে খুশি নেতা

চিঠির প্রাপ্তি স্বীকারে খুশি নেতা

একদিকে নীতীশ কুমার যখন জোর দিয়েছেন, দলের মধ্যেই নেতাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে, ঠিক তখন পবন ভার্মা খুশি, নীতীশ কুমার তাঁর চিঠি নিয়ে প্রতিক্রিয়া জানানোয়। এনিয়ে পবন ভার্মা নীতীশ কুমারের কাছে দুটি চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন। পবন ভার্মা বিদেশ মন্ত্রকের চাকরি ছেড়ে দিয়ে নীতীশ কুমারের দলে যোগ দিয়েছিলেন। প্রসঙ্গত এর আগে পবন ভার্মা বলেছিলেন বিহারে সিএএ, এনআরসি, এনপিআর লাগু হবে না তা সরকারি ভাবে ঘোষণা করুক বিহার সরকার।

English summary
JDU suprimo Nitish Kumar unhappy on comments of Delhi alliance and says, Pavan Varma is free to exit party if he wants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X