For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে পা রাখার আগেই মোদী'কে স্মৃতি মনে করাল নীতীশের দল! বাড়ল অস্বস্তি

অগ্নিপথ বিতর্ক সরিয়ে বিহারে সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফরের আগে ফের একবার বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানাল জোটে থাকা জনতা দল (ইউনাইটেড)। জেডিএউ সংসদীয় বোর্ডের সদস্য উপেন্দ্র কুশবাহা সম্

  • |
Google Oneindia Bengali News

অগ্নিপথ বিতর্ক সরিয়ে বিহারে সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফরের আগে ফের একবার বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানাল জোটে থাকা জনতা দল (ইউনাইটেড)। জেডিএউ সংসদীয় বোর্ডের সদস্য উপেন্দ্র কুশবাহা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি লম্বা ফেসবুক পোস্ট করেন।

বিশেষ দাবি করে বসলেন নীতীশের দলের এই নেতা!

আর লম্বা ওই ফেসবুক পোস্টে আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও মোদী বিজেপির সঙ্গে তার দলের পুরনো সম্পর্কের কথা মনে করিয়ে দেন। পাশাপাশি পুরানো দাবিটিও মনে করিয়ে দিয়েছেন এই নেতা। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

আক্র এই বিতর্কের মধ্যেই উপেন্দ্র কুশবাহা এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখিও হন। বলেন, মনেই করিনি যে প্রধানমন্ত্রী দেওঘর হয়ে বিহারে আসবেন। আজ অর্থাৎ মঙ্গলবারই তাঁর বিহারে পৌঁছানোর কথা রয়েছে। ২০২০ সালের অক্টোবর-নভেম্বর সালের পর এটি প্রধানমন্ত্রী মোদীর প্রথম পাটনা সফর।

ফলে সবদিক থেকে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে অগ্নিপথ নিয়ে বিজেপি এবং জেডিইউ-য়ের মধ্যে একটি ফাটল দেখা দেয়। সেই সময়ে একের পর এক বিজেপি নেতার উপর হামলা হয়। এমনকি সে রাজ্যের উপ মুখ্যমন্ত্রীর উপরেও হামলার ঘটনা ঘটে। তাঁর বাড়িতেও হামলা চালায় আন্দোলনকারীরা।

আর সেই সময়ে জেডিইউ-য়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। এমনকি জোটে থাকা সত্ত্বেও ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পালটা বক্তব্য ছুঁড়ে দেন জেডিইউ-ও। যা দেখে অনেকেই মনে করে যে নীতীশ-বিজেপি ভাঙন সময়ের অপেক্ষা। আর এই ঘটনার মাসখানেকের মধ্যেই মোদী-নীতীশ সাক্ষাৎের দিকেই নজর সবার।

যদিও এর মধ্যেই এহেন ফেসবুক পোস্ট যথেষ্ট অস্বস্তি বাড়িয়েছে। জেডিএউ সংসদীয় বোর্ডের সদস্য উপেন্দ্র কুশবাহা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখছেন, বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত। শুধু তাই নয়, বিহারের জন্যে বিশেষ কিছু ঘোষণার আবেদন তাঁর কাছে রাখছি। অর্থাৎ বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন ওই নেতা।

যদিও এই বিষয়ে নীতীশ কুমার কোনও মন্তব্য এখনও সরকারি ভাবে করেননি। এমনকি বিজেপির তরফেও কোনও মন্তব্য করা হয়নি। তবে ফেসবুক পোস্টে ওই নেতা আরও লিখেছেন, মোদীর সফর একটা অনুভূতি এনে দিচ্ছে। অন্যদিকে মোদীর সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পাটনাতে। কোনও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তাকিয়ে বাড়তি ব্যবস্থা করা হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে।

English summary
JDU raises special status demand amid Modi's Bihar visit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X