বিহারে 'ভাই ভাই' ভিনরাজ্যে 'ঠাঁই ঠাঁই'! নীতীশের ঘরে ভাঙন ঘরিয়ে দল বদলের খেলায় ফের বাজিমাত বিজেপির
বিহারে বিজেপির সঙ্গে জেডিইউ জোট গড়ে ২০২০ সালের তাবড় নির্বাচন পার করেছে। দুই শরিকদল এনডিএতে থেকে বিহারে সরকার গঠন করেছে। এদিকে, শোনা যাচ্ছে বিহারের সরকারে জেডিইউ ও বিজেপি একসঙ্গে থেকেও খুব একটা সুখের সহাবস্থানে নেই।

দল বদলের খেলায় বিজেপি মাত
শুধু বাংলায় নয়, বিজেপি বিরোধী শিবিরে ভাঙন ধরাতে ক্রমাগত নিজের চালে পথ চলা শুরু করেছে। জেডিইউয়ের সাত জনের মধ্যে ৬ জন বিধায়কই অরুণাচলে যোগ দিয়েছেন বিজেপিতে। প্রসঙ্গত, বিহারে বিজেপির সঙ্গে জেডিইউয়ের জোট গড়ে সরকার থাকলেও, অরুণাচলে দুই পক্ষ বিরোধিতায় মত্ত।

জেডিইউর রোষাণল ও বিজেপি
প্রসঙ্গ, বিহারে শরিক এলজেপি এনডিএ থেকে নীতীশ বিরোধিতা করে বেরিয়ে যায়। সেই সময় এলজেপি বিজেপির সঙ্গে সখ্যতা রেখে জেডিইউএর বিরোধী রূপ নেয়। তা নিয়ে চিরাগের এলজেপিকে বিজেপি কেন এনডিএ থেকে বের করে দিল না, তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ জাহির করে জেডিইউ। এদিকে, তার তোয়াক্কা করেনি বিজেপি। ফলে স্বভাবতই বিজেপির ওপর ক্ষোভ বাড়ে বিহারের জেডিইউয়ের। এদিকে, বিহারের ভোটেও বিজেপি জেডিইউয়ের থেকে বেশি ভোট পায়। এরপর ক্ষোভ তুঙ্গে চড়ে নীতীশ শিবিরের।

অরুণাচলে বিজেপির দলবদলের সুনামি!
জেডিইউ ছাড়াও অরুণাচল প্রদেশে পিপলস পার্টি অফ অরুণাচল প্রদেশের এক বিধায়কও বিজেপিতে যোগ দেন। প্রসঙ্গত, এই বিধায়ককে তাঁর দল থেকে বহিষ্কার করা হয়। তারপরই তিনি বিজেপিতে যোগ দেন।

উত্তর পূর্ব জুড়ে দলবদল
প্রসঙ্গত, পূর্বের রাজ্য বাংলাতে সামনেই ভোট। তার আগে রাজ্যে হাইপ্রোফাইল দলবদল সম্পন্ন হয়েছে। শুভেন্দুর মতো তাবড় নেতা বিজেপিতে যোগ দেন। এদিকে অসমেও ভোটের আগে বিজেপিতে একাধিক কংগ্রেস নেতার যোগ দেওয়ার খবর উঠে আসতে শুরু করেছে।

'APMC' নিয়ে কষকদের উস্কানি, কেরলে কেন ব্রাত্য, কৃষক আন্দোলন নিয়ে কংগ্রেসের পোল খুললেন মোদী