For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশ্যে টাকা বিলি করছেন লালু পুত্র, জেডিইউ নেতার টুইট ভিডিও-তে শোরগোল বিহারে

প্রকাশ্যে টাকা বিলি করছেন লালু পুত্র, জেডিইউ নেতার টুইট ভিডিও-তে শোরগোল বিহারে

Google Oneindia Bengali News

প্রকাশ্যে টাকা বিলি করতে শুরু করছেন লালু পুত্র েতজস্বী যাদব। বিহারের পঞ্চায়েত নির্বাচনের আগে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগ করে তেজস্বী যাদবের ভিডিও টুইট করলেন জেডিইউ নেতা নিরজ কুমার। তিনি অভিযোগ করেছেন আরজেডি নেতা গ্রামে গ্রামে গিয়ে টাকা বিলি করে ভোট কেনার চেষ্টা করছে। প্রসঙ্গত উল্লেখ্য বিহারে এবার বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছে আরজেডি। বিজেপি সঙ্গে না থাকলে নীতীশের পক্ষে সরকার গড়া সম্ভব হত না।

তেজস্বীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ

তেজস্বীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ

বিহারে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের চাঞ্চল্যকর কীর্তি ফাঁস করলেন জেডিইউ নেতা নিরজ কুমার। তিনি টুইটে লিখেছেন, দেখুন কী কাণ্ড করছে তেজস্বী যাদব। সেই ভিডিওতে দেখা গিয়েছে তেজস্বী যাদব গাড়িতে বসে টাকা বিলি করছেন গ্রামবাসীদের। কয়েকজন মহিলা তেজস্বীর কাছ থেকে হাত বাড়িয়ে সেই টাকা নিচ্ছেন।তবে কবে সেই ভিডিও তোলা হয়েছিল তা জানা যায়নি। ওয়ান ইন্ডিয়াও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

কী রয়েছে ভিডিওতে

ভিডিওতে রয়েছে তেজস্বী যাদব বলছেন, আমি লালুর ছেলে, হিন্দিতে বলেছেন তেজস্বী, হাম লালুজিকে বেটে হ্যাঁয়। তেজস্বী নিজেকে রাজপুত্র বলে দাবি করছেন বলে কটাক্ষ করেছেন জেডিইউ নেতা। তিনি কটাক্ষ করে বলেছেন রাজপুত্র এসে টাকা বিলি করছে আর গ্রামের গরিব মানুষকে নিজের পরিচয় দিচ্ছেন। গ্রামের মানুষরা চেনেনই না কে লালু প্রসাদ যাদব এবং তাঁর ছেলে।

পঞ্চায়েত ভোট কেনার চেষ্টা

পঞ্চায়েত ভোট কেনার চেষ্টা

জেডিইউ নেতা অভিযোগ করেছেন মানুষের মন জিততে না পেরে ভোট কেনার চেষ্টা করছেন তেজস্বী। বিধানসভা ভোেট জনতার রায়ে জিততে পারেনি তারা। তাই এবার টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন তাঁরা। এই নিয়ে সরব হয়েছে জেডিইউ নেতারা। প্রসঙ্গত উল্লেখ্য এবারের বিহার বিধানসভা ভোটে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন তেজস্বী যাদব। বুথ ফেরত সমীক্ষা তো বলেই দিয়েছিল এবারে ভোট পাবে আরজেডি। কিন্তু বিজেপির মহিলা ভোটের সংখ্যা সেটা হতে দেয়নি। কান ঘেঁসে বেরিয়ে গিয়েছে জেডিইউ।

চাপ বাড়ছে নীতীশের

চাপ বাড়ছে নীতীশের

সরকার গঠনের পরেও চাপ বাড়ছে নীতীশের কারণ সরকারে থাকলেও কম আসনেই জিতেছে তারা। বিজেপির হাত না থাকলে সরকার গড়তে পারতেন না নীতীশ কুমার। মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশের জনপ্রিয়তাও অনেকটাই কমেছে। নীতীশ কুমার সেটা আগেই আন্দাজ করতে পেরেছিলেন। বিধানসভা ভোটের আগে বিহারে রীতিমত রব উঠেছিল নীতীশকে মুখ্যমন্ত্রী চাইছেন না অনেক মানুষ।

ছবি সৌ:টুইটার ভিডিও

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Know detail of Tejashwi Yadav vedio
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X