For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঘুঁটি নীতীশের! দলের নেতার মন্তব্যে বাড়ছে জল্পনা

নীতীশ কুমারের নেতৃত্বাধীন সংযুক্ত জনতা দল, ভবিষ্যতে এনডিএ ক্যাবিনেটের অংশ হবে না। এদিন এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন, জেডিইউ-এর বর্ষীয়ান নেতা কেসি ত্যাগী।

  • |
Google Oneindia Bengali News

নীতীশ কুমারের নেতৃত্বাধীন সংযুক্ত জনতা দল, ভবিষ্যতে এনডিএ ক্যাবিনেটের অংশ হবে না। এদিন এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন, জেডিইউ-এর বর্ষীয়ান নেতা কেসি ত্যাগী। এই মন্তব্যের জেরে বিজেপি ও সংযুক্ত জনতাদলের মধ্যে টানাপোড়েন প্রকাশ্যে চলে এল বলে মনে করে রাজনৈতিক মহলের একাংশ।

বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঘুঁটি নীতীশের! দলের নেতার মন্তব্যে বাড়ছে জল্পনা

সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় ক্যাবিনেটে মন্ত্রীত্ব বন্টন নিয়ে নিজের বিরক্তি গোপন রাখেননি নীতীশ। বিজেপির তরফে এনডিএ-র এই শরিককে মন্ত্রিসভায় একটি মাত্র আসন দেওয়া হয়েছিল। যদিও তা শুধু জেডিইউ-এর ক্ষেত্রেই নয়, প্রত্যেক এনডিএ শরিককেই একটি করে মন্ত্রিপদ দেওয়া হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, বিহারে ১৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬ টি আসন জয়ের পর নীতীশ কুমার ভেবেছিলেন, সরকার গঠনে বড় ভূমিকা থাকবে জেডিউই-এর। যদিও তাঁর ভাবনা ভুল বলে প্রমাণিত হয়। কেননা রাজ্যে ১৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনেই জয়ী হয়েছে বিজেপি।

এদিকে রবিবার বিহার মন্ত্রিসভার সম্প্রসারণ সম্পন্ন হয়। সেখানে মন্ত্রিসভায় আটজন জেডিইউ মন্ত্রীকে সামিল করা হয়েছে। বিজেপির জন্য বরাদ্দ ছিল একটি আসন। যদিও সেই আসনের জন্য বিজেপি এখনও কোনও প্রার্থী খুঁজে পায়নি।

এদিনের বিহার মন্ত্রিসভার সম্প্রসারণ ছিল কার্যত ২০২০ সালের বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই। কেননা জেডিইউ-এর আট মন্ত্রীর মধ্যে দুজন একেবারে পিছিয়ে পড়া সম্প্রদায়ের, দুজন এগিয়ে থাকা সম্প্রদায়ের, দুজন মহাদলিত সম্প্রদায়ের আর একজন করে যাদব এবং কুশওয়াহা সম্প্রদায়ের।

English summary
JDU leader KC Tyagi told, Nitish Kumar-led party will "never" be a part of the BJP NDA Cabinet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X