For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় দলের মর্যাদা পেতে আসন্ন দিল্লি ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ নীতিশের

  • |
Google Oneindia Bengali News

অরুণাচলে ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৮টি আসনে জনতা দল ইউনাইটেডের প্রার্থীদের জয়লাভ নতুন করে অক্সিজেন জুগিয়েছে নীতীশ কুমার শিবিরে। পাশাপাশি দিল্লির পূর্ণ রাজ্যের দাবিকে মান্যতা দিয়ে কিছুদিন আগেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও সুর মেলাতে দেখা গেছে বিহারের মুখ্যমন্ত্রীকে।

ঝাড়খণ্ড বিধানসভাকে সামনে রেখে ঘুঁটি সাজাচ্ছে জেডিইউ


এবার তাই জাতীয় দলের মর্যাদা পেতে আসন্ন ঝাড়খণ্ড ও দিল্লি বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করতে চলেছে জেডিইউ। আগামী ৩০শে নভেম্বর হতে চলেছে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। ৮১টি আসনে পাঁচ দফায় সম্পন্ন হবে গোটা নির্বাচন প্রক্রিয়া।

বুধবার নয়া দিল্লিতে জেডিইউ-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক নীতীশ কুমার দলের আগামী কর্মসূচী প্রসঙ্গে বলেন, 'বর্তমানে আমার প্রধান লক্ষ্যই হলো জেডিইউয়ের জাতীয় দলের মর্যাদা প্রাপ্তি। সাংগঠনিক ভিত মজবুত করতে উত্তর ভারতের রাজ্যগুলির পাশাপাশি দিল্লি ও ঝাড়খণ্ডে উপরেও আমরা বিশেষ নজর দিয়েছি।’

অন্যদিকে নির্বাচন কমিশনের সূত্র অনুসারে, জাতীয় দলের মর্যাদা পেতে একটি চারটি রাজ্য থেকে নূন্যতম ৬ শতাংশ ভোট বা লোকসভা ভোটে মোট আসনের ২ শতাংশ পেতে হয়। অথবা নূন্যতম চারটি রাজ্যে আঞ্চলিক দলের মর্যাদা থাকতে হয়। বর্তমানে ভারতে ৬টি স্বীকৃত জাতীয় দল রয়েছে। যার মধ্যে ভারতীয় জনতা পার্টি, ন্যাশ্যানালিস্ট কংগ্রেস পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইণ্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইণ্ডিয়া মার্কসবাদী(সিপিআইএম) ও ইণ্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।

English summary
The JDU is setting the bell in front of the Delhi and Jharkhand Assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X