For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক রাতের হোটেল ভাড়া ২৫ হাজার টাকা, দলবদল রুখতে বৈভবের দিন যাপন কর্নাটকের বিধায়কদের

কর্নাটকে সরকার পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। ক্ষমতা ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি। পদত্যাগী বিধায়কদের বিজেপির শ্যেণ দৃষ্টি থেকে বাঁচাতে জোট শিবিরে এখন ত‌ৎপরতা তুঙ্গে।

Google Oneindia Bengali News

কর্নাটকে জোট সরকারের পতন এখন শুধু সময়ের অপেক্ষা। ক্ষমতা ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি। পদত্যাগী বিধায়কদের বিজেপির শ্যেণ দৃষ্টি থেকে বাঁচাতে জোট শিবিরে এখন ত‌ৎপরতা তুঙ্গে। রাতারাতি তাঁদের চার্টার্ড বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ে। সেখানে বিলাসবহুল ভিলায় রাখা হয়েছে তাঁদের। যার এক রাতের ভাড়া ২৫০০০ টাকা। মুম্বইয়ের এই বিলারবহুল পাঁচতারা হোটেলের এক একটা ঘরের এক রাতের ভাড়া ১০,০০০ টাকা। পদত্যাগী ১০ বিধায়ককে রাখা হয়েেছ এই পাঁচতারা হোটেলে। আর তিন বিধায়ককে উড়িেয় িনয়ে যাওয়া হয়েছে শিরডি।

এক রাতের ভাড়া ২৫,০০০ টাকা, দলবদল রুখতে বৈভবের দিন যাপন কর্নাটকের বিধায়কদের

জেডিএস তার সব বিধায়কদের হাতে রাখতে কোডাগুর পেডিংটন রিসর্টে রাখা হয়েছিল। সেই ভিলাতে ১০টি প্রাইভেট পুল রয়েছে। রয়েছে সাতটি বাংলো। তাতে রয়েছে ডিলাক্স রুম। পুল ছাড়া এক একটি ভিলার ভাড়া ৯০০০ টাকা। আর পুল সহ এক একটি ভিলার ভাড়া ২৫,০০০ টাকা।

যদিও এই ঘটনা এই প্রথম নয় এর আগেও জোট সরকার গঠনের সময় এই একই ভাবে কংগ্রেস এবং জেডিএস বিধায়কদের সরিেয় নিয়ে যাওয়া হয়েছিল। ২০১৭ সালে একই ভাবে রাজ্যসভা ভোটের আগে গুজরাটে একই ভাবে
বিধায়কদের হোটেলে সরিয়ে নিয়ে গিয়েছিল কংগ্রেস।

English summary
JDS MLA's are shifted its flock to a resort in picturesque Kodagu in Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X