For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিমকোর্টের পর এবার একপ্রস্থ নাটক বেঙ্গালুরুতে, ধরনায় কংগ্রেস

মাঝরাতে সুপ্রিমকোর্টে শুনানি বসিয়ে তাতে সফল না হওয়ার পরে সকাল হতে না হতেই বেঙ্গালুরুতে বিজেপির মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার শপথগ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি গোটা ইস্যুতে বিচার চেয়ে ধরনায় বসেছে কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

মাঝরাতে সুপ্রিমকোর্টে শুনানি বসিয়ে তাতে সফল না হওয়ার পরে সকাল হতে না হতেই বেঙ্গালুরুতে বিজেপির মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার শপথগ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি গোটা ইস্যুতে বিচার চেয়ে ধরনায় বসেছে কংগ্রেস। রাজ্যপাল বাজুভাই বালার সরকার গড়তে ইয়েদুরাপ্পাকে আমন্ত্রণ অসাংবিধানিক বলে কংগ্রেস বিধান সৌদার সামনে বিক্ষোভে বসেছে।

সুপ্রিমকোর্টের পর এবার একপ্রস্থ নাটক বেঙ্গালুরুতে

এদিন সকালে ইগলটন রিসর্ট যেখানে কংগ্রেস বিধায়কেরা ছিলেন, সেখান থেকে বেরিয়ে বিধানসৌদায় পৌঁছন বিক্ষোভ দেখাবেন বলে। এর মধ্যে দুজন কংগ্রেস বিধায়ক রিসর্ট থেকে গায়েব হয়ে গিয়েছেন বলে দেখা যায়।

বিধান সৌদার বাইরে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া ও জেডিএস সুপ্রিমো এইচডি দেবগৌড়া ধরনায় বসেন পাশাপাশি। এছাড়াও স্থানীয় কংগ্রেস ও জেডিএস নেতা ছাড়াও মল্লিকার্জুন খারগে, গুলাম নবি আজাদ সহ অনেককেই দেখা গিয়েছে ধরনায়।

কর্ণাটকের ঘটনার প্রেক্ষিতে মুখ খুলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সংবিধানকে অপদস্থ করা হয়েছে, আক্রমণ করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। ছত্তিশগড়ে সভা করতে গিয়ে এই দাবি করেছেন তিনি। বিজেপির শাসনে ভারতের অবস্থা পাকিস্তানের মতো হয়েছে। দাবি রাহুল গান্ধীর।

বিধান সৌদার বাইরে কংগ্রেস ও জেডিএসের মোট ১১৮জন বিধায়ক হাজির রয়েছে বলে জানিয়েছেন সিদ্দারামাইয়া। বিজেপি যা করছে তা অসাংবিধানিক। সরকার তাঁরাই গঠন করবেন বলে জানিয়েছেন সিদ্দারামাইয়া।

[আরও পড়ুন:কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই ফেললেন ইয়েদুরাপ্পা][আরও পড়ুন:কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই ফেললেন ইয়েদুরাপ্পা]

English summary
JDS joins Congress protest at Vidhan Soudha against Governor Vajubhai Vala and BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X