For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন তালাক বিল নিয়ে মোদীর বিপরীত অবস্থানে নীতীশ! রাজ্যসভায় হোঁচট খাওয়ার পথে বিজেপি

লোকসভায় সংশোধিত তিন তালাক বিল পাশ করানোর পর এবার রাজ্যসভায় পরীক্ষার মুখে পড়তে চলেছে বিলটি।

  • |
Google Oneindia Bengali News

লোকসভায় সংশোধিত তিন তালাক বিল পাশ করানোর পর এবার রাজ্যসভায় পরীক্ষার মুখে পড়তে চলেছে বিলটি। লোকসভায় বিরোধীদের প্রতিবাদের মাঝে ধ্বনি ভোটে এই বিল পাশ করাতে কোনও অসুবিধা হয়নি নরেন্দ্র মোদী সরকারের। তবে রাজ্যসভায় তা পাশ করাতে বেশ বেগ পেতে হবে বিজেপিকে।

তিন তালাক বিল নিয়ে মোদীর বিপরীত অবস্থানে নীতীশ

বিরোধী দলগুলি তো রয়েইছে, তার ওপরে এনডিএ-র সঙ্গী দল জেডিইউ স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্যসভায় তিন তালাক বিলের পক্ষে তাঁরা ভোট করবে না। বিজেপিকে তোপ দেগে জেডিইউ বলেছে, বিল পাশ করাতে অযথা তাড়াহুড়ো করা হয়েছে।

যেভাবে বিলটিকে উত্থাপন করা হয়েছে, তাড়াহুড়ো করা হয়েছে, তা এড়ানো যেত। এই নিয়ে আরও আলোচনা করা উচিত ছিল। রাজ্যসভায় উত্থাপিত হলে এর বিরোধিতা করে বিরুদ্ধেই আমরা ভোট করব। জানিয়েছেন জেডিইউ রাজ্য সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিং।

জেডিইউ এর অবস্থান বিহারে দুই দলের জোটের রসায়নে কতটা প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞরা বলছেন, জেডিইউ কখনও তিন তালাক বিলে সমর্থন করবে না। কারণ বিহারের ১৭ জনসংখ্যার ১৭ শতাংশ মুসলমান।

এর আগে জেডিইউ জানিয়েছে, বিজেপির রাম মন্দির অ্যাজেন্ডাকে তাঁরা সমর্থন করে না। এবার তিন তালাক নিয়েও একই অবস্থান জানিয়ে দিল নীতীশ কুমারের দল।

English summary
JD (U) to vote against triple talaq Bill in Rajya Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X