For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির কট্টর বিরোধী দলও এখন গেরুয়া শিবিরের পক্ষে সুর মেলচ্ছে! কৃষি আন্দোলনের মাঝে নয়া সমীকরণ

  • |
Google Oneindia Bengali News

কৃষি আন্দোলনের হাত ধরে বিজেপির নেতৃত্বধীন এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছে শিরোমনি আকালি দল। এদিকে,তার আগে মহারাষ্ট্র নির্বাচন ঘিরে বিজেপির পুরনো সঙ্গী শিবসেনা বেরিয়ে যায় এনডিএ ছেড়ে। এমন এক পরিস্থিতিতে এবার অঙ্ক ঘুরিয়ে কৃষি আন্দোলনের মঝে জমি বিলকে কেন্দ্র করে নতুন সমীকরণে দাক্ষিণাত্য!

 বিজেপি ও নয়া সমীকরণ

বিজেপি ও নয়া সমীকরণ

কেন্দ্রের ৩ টি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে যেখানে দেশে তুঙ্গে পারদ, সেখানে ওই ৩ টি বিলের সঙ্গে বিজেপি শাসিত কর্ণাটক সরকার নতুন জমি বিল এনেছে। ফলে সেখানের কৃষকদের মধ্যে চড়েছে বিক্ষোভের হার। এদিকে, এই বিল পাশে কন্নড় বিধানসভায় বিজেপির সমর্থনে এসেছে বিপক্ষ কুমারস্বামীর জেডিএস। যে কুমারস্বামীর মুখ্যমন্ত্রিত্বের শপথে গিয়েছিলেন মমতা সহ বিজেপি বিপক্ষ শিবির।

 কংগ্রেসের থেকে ছিনিয়ে নেওয়া হল জেডিএসকে!

কংগ্রেসের থেকে ছিনিয়ে নেওয়া হল জেডিএসকে!

এদিকে, কন্নড় বিধানসভায় বিজেপি সরকারের আনা নতুন জমি বিল নিয়ে কংগ্রেস বনাম জেডিএস প্রবল সংঘাত শুরু হয়েছে। কংগ্রেসের দাবি , বিল নিয়ে জেডিএস কংগ্রেসের জোটের হাত ছেড়ে বিজেপির সঙ্গে আলাদা ভাবে 'ডিল' করে।

 কুমারস্বামীর ব্যাখ্যা

কুমারস্বামীর ব্যাখ্যা

এদিকে, কুমারস্বামী সাফ জানান, বিধানসভায় কার্যত বিরোধিতা করার জন্য কেউ ছিলেন না। তিনি টুইটে লেখেন, জেডিএস উন্নয়নের জন্যই এমন বিলের সমর্থন করেছে।

 কৃষি বিল নিয়ে দেবেগৌড়ার বিরোধিতার পর কর্ণাটকে উল্টো ছবি!

কৃষি বিল নিয়ে দেবেগৌড়ার বিরোধিতার পর কর্ণাটকে উল্টো ছবি!

একদিকে জেডিএস নেতা দেবেগৌড়া কেন্দ্রীয় কৃষিবিলের বিরোধিতা করে যাচ্ছেন, অন্যদিকে, কর্ণাটক বিধানসভায় তাঁরই ছেলে তথা কুমারস্বামী বিজেপি সরকারের আনা জমি বিলে সমর্থন জানিয়েছেন। কংগ্রেস বিষয়টি নিয়ে দ্বিচারিতার অভিযোগ এনেছে। এদিকে, কুমারস্বামীর দাবি, কৃষিবিলে সংস্কারের পর সেই বিলকে সমর্থম করেত আর বাধা নেই তাঁদের। এই জমি বিলের সমর্থনে এগিয়ে আসা সেই কারণেই।

English summary
JD(S) Supported BJP over karnataka land bill, know the political update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X