For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়ললিতার অবস্থা 'অত্যন্ত আশঙ্কাজনক', আম্মার উত্তরসুরী হচ্ছেন পন্নিরসেলবম

আম্মার অসুস্থতার কারণে এআইএডিএমকে আম্মার উত্তরসুরীর খোঁজ দিয়েছিল সোমবার সকাল থেকেই। জয়ললিতা ঘনিষ্ঠ পন্নিরসেলবম প্রথম থেকেই এআইএডিএমকে-র প্রথম পছন্দ ছিল খুব স্বাভাবিক কারণেই।

Google Oneindia Bengali News

চেন্নাই, ৫ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এআইএডিএমকে বিধায়কদের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ভিতরে একে একে ডেকে একটি লিখিত বিবৃতিতে সই করানো হল যাতে লেখা রয়েছে, জয়ললিতার বিশ্বস্ত সৈনিক ওপি পন্নিরসেলবম তাঁর উত্তরসূরী হবেন।

অসুস্থ আম্মার আরোগ্য কামনায় চেন্নাইয়ের অলিগলিতে প্রার্থনার করুণ সুর

হৃদরোগে আক্রান্ত জয়ললিতা, অবস্থা আশঙ্কাজনক

সূত্রের খবর অনুযায়ী, আম্মার অসুস্থতার কারণে এআইএডিএমকে আম্মার উত্তরসুরীর খোঁজ দিয়েছিল সোমবার সকাল থেকেই। জয়ললিতা ঘনিষ্ঠ পন্নিরসেলবম প্রথম থেকেই এআইএডিএমকে-র প্রথম পছন্দ ছিল খুব স্বাভাবিক কারণেই।

জয়ললিতার অবস্থা 'অত্যন্ত আশঙ্কাজনক', আম্মার উত্তরসুরী হচ্ছেন পন্নিরসেলবম

এদিন সকালেই দলের বিধায়কদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, দলের সর্বসম্মতি নিয়েই নয়া আম্মার উত্তরসুরীকে বেছে নেওয়া হবে।

ফুসফুস অকেজো, জয়া রয়েছেন লাইফ সাপোর্ট সিস্টেমে, চেন্নাইয়ে ছুটি ঘোষণা স্কুলগুলিতে

জয়ললিতার অবস্থা সঙ্কটজনক খবর পেয়ে মৃত্যু আম্মা-সমর্থকের

সূত্রের খবর অনুযায়ী, জয়ললিতার ঘনিষ্ঠ শশীকলা নটরাজন দলের সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। দলীয় কর্মীরা সন্ধ্যা ৬ টার সময় একটি বৈঠকে বসবেন। আজই রাজ্যপালের কাছে দলের তরফে পিটিশন জমা দেওযা হবে।

English summary
Jayalalithaa loyalist Panneerselvam to be her successor, AIADMK MLAs asked to sign declaration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X