For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ ডিসেম্বর নয়, আগেই মারা গিয়েছিলেন জয়ললিতা, ফের সামনে চাঞ্চল্যকর তথ্য

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মৃত্যু নিয়ে বিতর্ক থামার নয়। এবার সামনে এল আর এক তথ্য। দাবি করা হয়েছে, ২০১৬ সালের ৫ ডিসেম্বর নয়, আম্মা প্রয়াত হন তার একদিন আগেই।

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মৃত্যু নিয়ে বিতর্ক থামার নয়। এবার সামনে এল আর এক তথ্য। দাবি করা হয়েছে, ২০১৬ সালের ৫ ডিসেম্বর নয়, আম্মা প্রয়াত হন তার একদিন আগেই। এই দাবি করলেন শশীকলার ভাই দিবাকরণ। তাঁর দাবি, আম্মার মৃত্যুর খবর একদিন পরে প্রকাশ করা হয়।

৫ ডিসেম্বর নয়, আগেই মারা গিয়েছিলেন জয়ললিতা

দিবাকরণের দাবি, আম্মা ৪ ডিসেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে মারা যান। মিডিয়ায় তা সামনে আসে একদিন পরে ৫ ডিসেম্বর। তা সত্ত্বেও আম্মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এমজি রামচন্দ্রণের জন্মবার্ষিকীতে এই তথ্য ফাঁস করেছেন দিবাকরণ।

কেন একদিন পরে আম্মার মৃত্যু ঘোষণা করা হল? দিবাকরণ জানিয়েছেন, অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডি তাঁকে বলেন, হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করার পরই আম্মার মৃত্যুসংবাদ প্রকাশ করা হবে।

সম্প্রতি চেন্নাইয়ে আরকে নগর উপনির্বাচনের আগে জয়ললিতার অ্যাপোলো হাসপাতালে থাকা অবস্থায় একটি ভিডিও সামনে আসে। যা নিয়ে তদন্ত চলছে। জয়ললিতা ২২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন ও ৭৩ দিন হাসপাতালে কাটিয়ে প্রয়াত হন।

English summary
Jayalalithaa died on December 4, not December 5, 2016, claims Sasikala's brother
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X