For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নয়াদিল্লিতে দেখা করবেন জয়ললিতা

Google Oneindia Bengali News

আজ নরেন্দ্র মোদীর সঙ্গে নয়াদিল্লিতে দেখা করবেন জয়ললিতা
নয়াদিল্লি, ৩ জুন : আজ নয়াদিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। জল্পনা চলছে, আজই এনডিএ-তে এআইএডিএমকের জোট নিয়ে হতে পারে আলোচনা।

সংসদের উচ্চ কক্ষের ২৪৫টি আসনের মধ্যে বিজেপির আসন রয়েছে ৪২টি। জল্পনা শুরু হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার নেতৃত্বাধীন এআইএডিএমকে-র সঙ্গে জোট অঙ্ক গড়ে রাজ্যসভায় নিজেদের জায়গা আরও পোক্ত করতে চাইছে বিজেপি। বর্তমানে এআইএডিএমকে-র ১০ জন সদস্য রয়েছেন রাজ্যসভায়।

যদিও তামিলনাড়ুর সরকারের যোগাযোগ আধিকারিক জানিয়েছেন, তামিলনাড়ুর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্যই এদিন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন জয়ললিতা। জোটের বিষয়ে কোনও আলোচনা হওয়ায়র সম্ভাবনা নেই। অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী, ইস্যুভিত্তিক সমর্থনের বিষয়ে এদিন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে পারেন জয়ললিতা।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে জয়ার বৈঠক, হতে পারে ইস্যুভিত্তিক সমর্থন নিয়ে আলোচনা

তামিলনাড়ু সরকারের তরফে জানানো হয়েছে এদিন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে অতিরিক্ত বিদ্যুৎ বন্টন নিয়ে আলোচনা করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। বিদ্যুতের ঘাটতির ফলে রাজ্যে বিপাকে পড়ছেন আমজনতা, এবিষয়টি প্রধানমন্ত্রীর কাছে রাখবেন তিনি। এছাড়াও শ্রীলঙ্কা প্রশাসনের তরফে তামিলনাড়ুর জেলেদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সে বিষয়টিও এদিন আলোচনা হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন জয়া।

সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারামন আজ জয়ললিতার সঙ্গে দেখা করতে পারেন।

লোকসভা নির্বাচনের আগে নমো-আম্মা একে অপরের কড়া সমালোচনা করলেও ফল ঘোষণার পরেই নরম মনোভাব দেখান। নরেন্দ্র মোদীরও তামিলনাড়ুকে কেন্দ্রীয় সরকারের তরফে সবরকম সাহায্য়ের আশ্বাস দেন। এবার সেই সখ্যই কী জোটে পরিণত হবে তার দিকেই তাকিয়ে তামিলনাড়ু।

English summary
Jayalalithaa to Meet Prime Minister Narendra Modi in Delhi Today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X