For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সমাজবাদী পার্টি মহিলাদের সম্মান করেনা', তাই বিজেপিতে যেতে চান জয়া প্রদা

Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ১৫ জানুয়ারি : অভিনয় ছেড়ে রাজনীতিতে এসেছেন অনেকদিনই। কিন্তু এবার বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন জয়া প্রদা। সমাজবাদী পার্টিতে 'তিক্ত' অভিজ্ঞতার পরই এই চিন্তাভাবনা প্রাক্তন অভিনেত্রীর।

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিলেন কিরণ বেদী, লড়বেন দিল্লি নির্বাচনেও

এনটিভি-তে প্রকাশিত খবর অনুযায়ী, সমাজবাদী পার্টিতে তার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন জয়া। দল মহিলাদের সম্মান করে না বলে অভিযোগ তুলেছেন তিনি। একইসঙ্গে জয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে তিনি শ্রদ্ধা করেন। আর তাই বিজেপিতে যোগ দিতে চান তিনি।

'সমাজবাদী পার্টি মহিলাদের সম্মান করেনা', তাই বিজেপিতে যেতে চান জয়া প্রদা

এই বিষয়ে দিল্ল বিজেপিও আলোচনার কথা স্বীকার করে নিয়েছে। জানিয়েছে, কিছুদিন ধরে এবিষয়ে আলোচনা চলছে। তবে দলের তরফে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। উল্লেখ্য ২০১০ সালে অমর সিংকে সমর্থন করার জন্য সমাজবাদী পার্টি জয়া প্রদাকে তাড়িয়ে দিয়েছিল।

গত বছর জয়া এবং অমর সিং একসঙ্গে অজয় সিং নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোকদলে যোগ দেন। উত্তরপ্রদেশের বিজনোর থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন জয়া প্রদা।

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রথম টিডিপির রাজ্যসভার সদস্য হয়ে সংসদে প্রবেশ জয়াক। টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে মতানৈক্যের পার্থকের জেরে দল ছেড়ে বেরিয়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলন জয়া।

English summary
Jaya Prada likely to Join BJP, Says Samawadi Party Never Respected Women
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X