For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাঠ আন্দোলনের প্রভাব: দিল্লি-চণ্ডীগড় বিমান টিকিটের দাম এক লাফে এক লাখ!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : রাস্তা ও রেলপথ অবরোধ করে এখনও অব্যাহত জাঠ আন্দোলন । চণ্ডীগড়, অমৃতসর, জয়পুর এবং রাজধানীর সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসাবে রয়ে গিয়েছে বিমান পরিষেবা। আর তারই জেরে টিকিটের দাম এখন আকাশ ছোঁয়া। বিমানের এই রুটের টিকিটের দাম ৩-৪ হাজার টাকা থেকে এক লাফে পৌঁছল প্রায় এক লাখ টাকায়।

চারটি নামি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, জেট এয়ারওয়েজ এবং স্পাইসজেট-কে অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের তরফে এই বিমানসংস্থাগুলিকে এই রুটে অতিরিক্ত বিমান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত বিমান সত্ত্বেও এই রুটের বিমানের টিকিটের দাম আকাশছোঁয়া।

জাঠ আন্দোলনের প্রভাব: দিল্লি-চণ্ডীগড় বিমান টিকিটের দাম এক লাফে এক লাখ!

ধরা যাক সোমবার চণ্ডীগড় থেকে দিল্লি যাওয়ার বিমানের টিকিট রবিবরাই সব বিক্রি হয়ে গিয়েছে। মঙ্গলবারের জন্য টিকিটের দাম পৌঁছেছে ১২,৭০০ থেকে ১৫,১০০ টাকার পর্যন্ত (ননস্টপ উড়ানের ক্ষেত্রে), অন্যদিকে মুম্বই হয়ে পৌঁছনোর জন্য টিকিটের দাম ৩১,০০০ টাকার বেশি।

দিল্লি-চণ্ডীগড় রুটের ক্ষেত্রে সোমবার ননস্টপ উড়ানের টিকিটের দাম ছিল ১৫,১৬৭ টাকা এবং ওয়ানস্টপ উড়ানের (মুম্বই হয়ে) টিকিটের দাম ২৭,৪০০ টাকা। মঙ্গলবারের টিকিটেক দাম ননস্টপ উড়ানের ক্ষেত্রে ১৫,২০০ টাকা এবং ওয়ানস্টপ উড়ানের (মুম্বই হয়ে) টিকিটের দাম ২৭,৫০০ টাকা। যদিও ট্রাভেল পোর্টালগুলিতে শুধু যাওয়ার টিকিটের দাম দেখাচ্ছে ৯৯.০০০ টাকা।

অন্যদিকে দিল্লি-জয়পুর ননস্টপ উড়ানের টিকিটের দাম সোমবারের জন্য ছিল ৫,০০০-৮,০০০ টাকা। আর ওয়ানস্টপ উড়ানের ক্ষেত্রে তা ছিল ৯,০০০-১০,০০০ টাকা। মঙ্গলবার সেখানে ননস্টপ উড়ানের দাম পৌঁছেছে ৬,৪০০-৯,০০০ টাকা পর্যন্ত, আর ওয়ানস্টপের ক্ষেত্রে তা ১০,০০০ টাকা পর্যন্তই। আর জয়পুর থেকে দিল্লি সোমবারের বিমান টিকিটের দান ছিল ৭,৮০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে।

এদিকে দিল্লি থেকে অমৃতসরের সোমবারের উড়ানের জন্য টিকিটের দাম ছিল ১৬,৬০০ টাকা পর্যন্ত। মঙ্গলবারের জন্য টিকিটের দাম কমে হয়েছে ৭,০০০ টাকা, অথচ সোমবার বা মঙ্গলবার অমৃতসর থেকে দিল্লির বিমানে কোনও আসনই উপলব্ধ ছিল না।

দামের এই তারতম্যের প্রেক্ষিতে রবিবার এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে. "এয়ার ইন্ডিয়ার তরফে ন্যূনতম ভাড়াটাই নেওয়া হচ্ছে। দিল্লি-চণ্ডীগড়েক একপিঠের যাওয়ার ভাড়া ৩,৩৩৯ টাকা, আর দিল্লি-অমৃতসরের ভাড়া হল ৩,৯৬০ টাকা।"

জেট এয়ারওয়েজের তরফে জানানো হয়েছে, ননস্টপ বিমানের অধিকাংশ টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। সংস্যার পক্ষে এই বিষয়ে অবগত করানো হয়েছে যে, "থার্ড-পার্টি অন্য কিছু পোর্টালের ক্ষেত্রে তাদের ওয়েবসাইট নিজেদের মতো করে হিসাব করছে। আমাদের ওয়েবসাইটে সেই মূল্য উপলব্ধ নয়।"

আসলে সর্বশেষ উপলব্ধ প্রিমিয়ার কেবিন আসনসংখ্যার সঙ্গে ওয়ানস্টপ, টু-স্টপ বিমানের ভাড়া একসঙ্গে মিলিয়ে একটি মোট মূল্য টিকিটের দাম হিসাবে ধার্য করছে পোর্টালগুলি। যার ফলেই এই বিভ্রান্তি।

English summary
Jat Row : Rail, roads blocked, airfares hit the roof, Delhi-Chandigarh ticket for Rs 1Lakh!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X