For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে গুজরাতের মোদাসায় জনতা কার্ফু

সিএএ-র বিরুদ্ধে অভিনব প্রতিবাদ গুজরাতের মোদাসায়। সেখানকার মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা জনতা কার্ফু শুরু করেছে এলাকায়।

Google Oneindia Bengali News

সিএএ-র বিরুদ্ধে অভিনব প্রতিবাদ গুজরাতের মোদাসায়। সেখানকার মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা জনতা কার্ফু শুরু করেছে এলাকায়। যার জেরে দোনান বাজার সব বন্ধ রয়েছে। রাস্তায় যান চলাচলও করছে না। তবে অমুসলিম এলাকায় তার তেমন প্রভাব পড়েনি। আরাবল্লি মুসলিম কো অর্ডিনেশন কমিটি এই জনতা কার্ফু নামে বনধের ডাক দিয়েছে।

সিএএ এবং এনআরসি-র প্রতিবােদ গুজরাতের মোদাসায় জনতা কার্ফু

মোদাসার পুরনো শহর এলাকায় বনধের প্রভাব পড়েছে। জনজীবন প্রায় স্তব্ধ সেখানে। একজন মুসলিমকেও বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি। সংস্থার সদস্য মৌলনা মহসীন সাহাব জানিয়েছেন, সিএএ-র প্রতিবাদে এই বনধ পালন করা হচ্ছে। সিএএ নিয়ে পুনর্বিবেচনা করার দাবি জনিয়েছেন তাঁরা।

এদিকে গত কয়েকদিন ধরেই অশান্তি তীব্রতর হচ্ছে উত্তর প্রদেশ এবং কর্নাটকে। সিএএ-র প্রতিবাদে হিংসাত্মক আন্দোলন নিয়ন্ত্রণে আনতে উত্তর প্রদেশের একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। উত্তর প্রদেশের প্রায় ১১টি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

English summary
Janta Curfew in Gujrat over CAA, NRC protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X